যে যায় লংকায়, সে হয় রাবন সরকারের উদ্দেশ্যে বাবু বলেছেন, তামাশা করতেই সরকার ৩৩ মাস কাটিয়ে দিল। সংখ্যালঘুরা সারাজীবন একটি দলের ভোটব্যাংক হয়ে থাকবে, এমনটি ভাবলে ভুল হবে।’ সরকারকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, ‘পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন। সেখানকার সংখ্যালঘুরা ৩৪ বছর পর সিপিএমকে বাদ দিয়ে মমতাকে ক্ষমতায় এনেছে। আমাদের ধৈর্যেরও সীমা আছে। সারাজীবন সংখ্যালঘুরা একটি দলের ভোটব্যাংক হয়ে থাকবে ভাবলে ভুল হবে।’ ............. মনে হচেছ, সরকারের ভেতর-বাইরে একটা অস্থির অবস্থা বিরাজ করছে। এর পরিণতি কী, আমার মতো নগণ্য মানুষের বোধগম্য নয়। আপনার কি মনে হয়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।