মানুষে মানুষে সমানাধিকারে বিশ্বাস করি চরম বিনুদুন পাইতাছি। রমজান মাসে এমুন মজা নাসিরউদ্দিন হোজ্জায় দিতে পারে নাই!
একের পর এক রাষ্ট্রীয় বিনোদন প্রোগ্রামের সম্প্রচারে কদম আলি হাসিতে হাসিতে মরিয়া যাইতেছে। জনৈক জ্ঞানী আমার সহিত কহিয়াছিলেন বর্তমান মন্ত্রীসভায় একমাত্র পুরুষ মানুষ প্রধানমন্ত্রী নিজেই। বাকিরা তিনি যা বলেন তাহাতেই হ্যা, হ্যা করে!!!!!
সম্প্রতি দেশের উচ্চ আদালত কর্তৃকও জনগণকে ব্যায়াফক বিনুদুন দেওয়া হইতেছে। আর মন্ত্রীরা কেহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখিতেছেন, কেহ ব্লাডি জনগণকে কম খাইতে বা একদিন বাজারে না যাইতে হুকুম দিতাছেন, কেহ বা দেশের জনসেবামূলক বিষয়গুলোকে জাদুঘরে পাঠাইতে উঠে পড়ে লাগিয়াছেন।
এমতাবস্থায় সর্বশেষ বিনুদুন জোগাইবার দায়িত্ব নিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। কি সৌভগ্য জনগণের! রানী তাহাদের পানে মুখ তুলিয়া থুথু ছিটাইয়াছেন। একি সৌভাগ্য মুরিদগণের!
পৃথিবীর তাবত দেশের ইঞ্জিনিয়ারগণ যার পর নাই ধন্য ধন্য করিতেছেন। বাংলাদেশে কয়েক কোটি সুপারসনিক রোবট আগামী মাত্র দু'সপ্তাহের মধ্যে ভারী ভারতীয় ট্রাক চলাচলের উপযোগী কয়েক হাজার কিলোমিটার রাস্তা প্রস্তুত করিয়া দিবে।
এদিকে নিন্দুকেরা কহিতেছেন, বর্তমান যোগাযোগের মন্ত্রী আবুল মিয়া যদি আগামী দু'সপ্তাহের মধ্যে ঈদ বোনাস হিসেবে রাস্তা নির্মাণের নামে বরাদ্ধকৃত গরীব জনগণের দেয়া ৬৯০ কোটি টাকা দলীয় ক্যাডারদের মধ্যে বন্টন করিতে না পারেন তবে তাহার আর নিস্তার নাই।
এই লুটপাটের দক্ষতার উপরেই নির্ভর করিতেছে দেশের মেধাসম্পদ ধ্বংসকারী মন্ত্রী আবুলেন ভবিষ্যত মন্ত্রিত্ব!
আমরা ইহাও জানিতে পারিয়াছি আমাদের প্রধানমন্ত্রী খোজ নিয়ে জেনেছেন ১৪ দিনে রাস্তা মেরামত করতে পারলে তিনি আগামী বছর পদার্থবিজ্হানে নোবেল পাইবেন। যাহা তাহার চিরকালের স্বপ্ন। সকলে বলুন আমেন।
বিঃদ্রঃ ইহা একটি ফানপুস্ট। কাহারও যদি অতিরিক্ত বিনুদুনে হাসিতে গিয়া স্ট্রোক হয় তাহার দায় স্বাস্থ্যমন্ত্রীর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।