আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েদের ফেছবুক স্ট্যাটাস পার্ট টু (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক)

ব্লগের একমাত্র অলস ব্লগার । কালকের পর আজ আবার । কাল দিয়েছিলাম মেয়েলি স্ট্যাটাস প্রথম পর্ব । আজ দেখুন দ্বিতীয় পর্ব । ফেছবুক ব্যবহার করেন আর মেয়েলি স্ট্যাটাস দেখেন নাই এমন কাউরে পাওয়াই যাইব না । সেইসব বিখ্যাত আর কাঙ্খিত স্ট্যাটাস সমগ্র এক করে আপনাদের সামনে হাজির করার দুঃসাহসটা করেই ফেললাম " " " " " " " ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ ১. উহহ মেসি ছেলেটা কত্ত সুইট! উম্মাহ হ ♥ (মাগার তর ভাগ্যে নাই) ২. আচ্ছা বন্ধুরা আমি কি মোটা হয়ে যাচ্ছি ?(জিরো ফিগার ছিল কবে ?) ৩. আমার কোনো বান্ধবী প্রেম করে সুখি হয় নাই তাই আমিও প্রেম করব না (আসলে কেউ এর দিকে তাকায় না ) ৪. মন খারাপ, আমার কিছু ভাল লাগেনা কিন্তু কেন?? ৫. আজ বান্ধবীরা মিলে চটপটি আর ফুচকা খাইসি কত মজা লাগলো রে!!!!! (তর আমরা কি করমু) ৬. ছেলেরা কেন বুঝতে চায় না প্রেম করাই জীবনের সব কিছু না (থার্ড টাইম ছ্যাকা খাওয়া মাইয়া ) ৭. না না না!! আমার বিড়ালের জ্বর হইসে তোমারা সবাই দুয়া কর প্লিজ (তর নিজের হইল মিলাদ দিতে কইতি তাইনা ?) (বি দ্রঃ প্রতিটি স্ট্যাটাসের পর ১০০ টি পোলাদের আতেল মারকা কমেন্ট থাকা বাধ্যতামূলক) সবগুলো স্ট্যাটাস ফেছবুক ফান পেজ আমরা যৌতুক নিমুনা কিন্তু কন্যার বাপ কন্যার সুখের জন্য কিছু দিলে আলাদা কথা থেকে পেজটা তে প্রতিদিনই এমন জোকস দেয়া হয় । লাইক দিতে পারেন পোস্টটি একই সাথে স্বপ্নব্লগ , যেখানে স্বপ্নের শুরু তে প্রকাশিত প্রথম পর্ব এখানে মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।