আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার বাক্ স্বাধীনতা দিবস...

নহি দেবী, নহি সামান্যা নারী। হায় হায়!!! ভাবলাম কথা বলতে পারি না....কত্তো কষ্ট!!! আজ ই-মেইল খুলে তো চক্ষু ছানাবড়া..... সামহোয়ার ব্লগ থেকে চিঠি......!!! ঠিক মতো পড়েছি কি না জানি না... তবে আজ থেকে যে নিজের ঘরের বাইরেও কথা বলতে পারবো বিশ্বাস হচ্ছিল না একটুও...... প্রচন্ড বাজে কাটানো দিনটা এমনি করেই আলোকিত হয়ে উঠবে...অবিশ্বাস্য!!! খুশিতে আজকে আমার সেই সপ্তম শ্রেণীতে পড়ুয়া কিশোরী মনে হচ্ছে নিজেকে। ব্লগে এসে প্রথমেই আমার পছন্দের এক কাব্য রসিকের ব্লগে ঘুরতে গেলাম... তাকে জানান দিতে যে আমার মুখ খোলা আছে, আমার চোখ বাঁধা নেই আমি বলতে পারি, আমি দেখতে পারি... আররে....সত্যিইতো আমি কথা বলতে পারছি!!! কতো দিন এই ভেবে কষ্ট পেয়েছি যে, আমি হয়তো কখনোই কথা বলার সুযোগ পাবো না... রাগ করে নিজের ছবিটা সরিয়ে ফেলেছি... আজকে যখন খুশির চোটে খাবি খেতে খেতে নিজের ছবি আবার দিতে যাবো... হায়! হায়!! ভুলে গেছি...কি করে আগের ছবিটা দিয়েছিলাম!!! থাক...তাতে কি হয়েছে!!! নিজের ছবি দেয়াটাই বড় কথা নয় ....প্রথম লাইন লিখতে যেয়ে কথা খুঁজে পাচ্ছিলাম না এখন দেখছি প্যাঁচাল আমার থামেনা... আজ প্রতিবেশীদের ব্লগে ঘুরতে যাবো... আজ কথা বলবো............................ আজ স্বপ্ন দেখাবো........................... আজ আশায় জাগাবো...................... আজ আমি সবার হাসি মুখ দেখতে চাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।