স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার। বাংলা ভাষায় সবচেয়ে আলোচিত ব্লগ হইল সামহোয়ারইনব্লগ। সামহোয়ারইনব্লগ দেইখা উদ্বুদ্ধ হইয়া অনেক কয়টি ব্লগ চালু হইছে বাংলায়। ওই ব্লগগুলা জন্মসূত্রে সাম-এর অনেক কয়টি গুণ ও বৈশিষ্ট্য সঙ্গে নিয়া বাইড়া উঠতেছে। ফলে সামহোয়ারইনকে বুঝতে পারলে অন্য ব্লগগুলারেও বোঝা সহজ হইব ধরা যাইতে পারে। তাই আপনাদের সা-ব্লগের মূল্যায়ন আমরা জানতে সবিশেষ আগ্রহী। জানান: সামহোয়ারইনব্লগ-এর- শক্তির জায়গা কী কী? দুর্বলতা কোথায়? [...] [link|http://www.bratyaraisu.com/shahityasamaj/|[বাকি অংশের জন্য ক্লিক করুন >>]]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।