আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক)

ব্লগের একমাত্র অলস ব্লগার । ফেছবুক ব্যবহার করেন আর মেয়েলি স্ট্যাটাস দেখেন নাই এমন কাউরে পাওয়াই যাইব না । সেইসব বিখ্যাত আর কাঙ্খিত স্ট্যাটাস সমগ্র এক করে আপনাদের সামনে হাজির করার দুঃসাহসটা করেই ফেললাম । " " " ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ ১. আজ আমার মন টা খুব খারাপ তোমাদের কি খবর বন্ধুরা?? ২. আহ ছেলেরা এত খারাপ কেন হয়?কেউ কি বলতে পার?? ৩. বুঝিনা সব ছেলেরা আমাকে এত লাইক করে কেন? (নিজের ঢোল নিজেরই পিটাইতে হয়) ৪. আমি সব ছেলে কে চিনি একটাও ভাল না একটাও না (এহ নিজে মনে হয় খুব ভাল) ৫. উহ কত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে রে আর ভাল লাগে না (সব বেকুব গো ) ৬. আম্মু খুব বকা দিসে এখন আমি কান্না করতাসি ,ভ্যা ভ্যা ভ্যা (উহ ন্যাকা ) (বি দ্রঃ প্রতিটি স্ট্যাটাসের পর ১০০ টি আতেল মারকা পুলাদের কমেন্ট থাকা বাধ্যতামুলক) সবগুলো স্ট্যাটাস ফেছবুক ফান পেজ আমরা যৌতুক নিমুনা কিন্তু কন্যার বাপ কন্যার সুখের জন্য কিছু দিলে আলাদা কথা পেজটা তে প্রতিদিনই এমন জোকস দেয়া হয় । লাইক দিতে পারেন আগামীকাল আসছে পরের পর্ব । পোস্টটি একই সাথে আমার নিজের ব্লগে প্রকাশিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।