আমাদের কথা খুঁজে নিন

   

'ইগু নুপুর না বে! ইগু অইসে পায়েল! বুচ্ছনি?

এই হচ্ছি আমি, যে এখানে অযথা চিৎকারাচ্ছে! জাতীয় টিভি বিতর্কতে অংশগ্রহণ করতে গিয়েছিলাম ঢাকা। সাথে বন্ধু জিয়া। পরিচিত এক ভাইয়া নাম আরিফ, ওনার বাসায় উঠব। নটরঢেম কলেজের সামনের ফুটফাত ধরে হাটছি। কঠিন এক ভাব তখন আমার মাঝে! 'কাঁধেতে ঝুলানো ব্যাগ, কানে হেডফোন'! তো তখন আবার তপুর সেই গান, 'এক পায়ে নুপুর তোমার, অন্য পা খালি,,,' গানটা তুমুল জনপ্রিয়। গুন গুন করে গানটা গুনাচ্ছিলাম! তো, হঠাৎ করে একটা মেয়ে পাশ দিয়ে যাবার সময় বলে উঠলো,'ইগু নুপুর না, ইগু পায়েল!' ঘটনার এমন আকস্মিকতায় আমি তো হতভম্ব! ঘটনাটা বোঝার চেষ্টা করলাম। ছেড়া সুতা জোড়া লাগানোর পর হাসব না কাঁদবো বুঝে উঠতে পারছিলামনা! মেয়েটার দিকে তাকাতেই দেখলাম সে তার পায়ের দিকে তাকিয়ে আছে। এক পায়ে সেও নুপুর পরেছে। আমার গান শুনে সিলেটি মেয়েটি মনে করেছিল ওকে উদ্দেশ্য করেই আমি গানটা গাচ্ছিলাম! তখন আমার হাসি দেখে কে? আর আমার হাসি দেখে তখন ঐ মেয়েটি, জিয়া আর আরিফ ভাইয়ের হতভম্ব হওয়ার দশা!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।