আমাদের কথা খুঁজে নিন

   

মিডিয়ার ব্লগ দখল!

vagabond only ব্লগ মানে কী? ফোরাম ও ব্লগে পার্থক্য কী? ব্লগ আর মিডিয়ার কাজের ধারায় মিল আছে কি? মিডিয়াগুলার ব্লগ দখল কী ধরনে চলছে? মিডিয়ার বিরুদ্ধে ব্লগের আদৌ কোনো অবস্থান থাকে কিনা? মিডিয়া নিয়ন্ত্রিত না এমন ব্লগ মিডিয়াকে কীভাবে শুকাইয়া মারতে পারে? ... মিডিয়ার বিরুদ্ধে ব্লগকে হাতিয়ার বানাইয়া তোলা যাবে কি? --এইসব নিয়ে আলোচনা তর্কাতর্কি । যে কেউ অংশ নিতে পারবেন। আনুষ্ঠানিক বক্তৃতার ব্যাপার নাই। টিকেট ১০০ টাকা। একান্তই আলোচকদের জন্য।

সতর্কীকরণ: দর্শক-শ্রোতাদের বিনোদনের নিমিত্তে কোনো অনুষ্ঠান নয় এটি। টিকেট ছাড়া প্রবেশ নিষেধ। কুকুর, বাচ্চা, স্বামী ও স্ত্রী সঙ্গে আনা বারণ। মাঝের ২০ মিনিট বিরতিতে চা বা অন্যান্য খাবার নিজ খরচে খেতে যেতে পারবেন অংশগ্রহণকারীরা। আলোচনার নির্বাচিত অংশ অনুষ্ঠানের ব্যবস্থাপনায় জড়িত ‘সাহিত্য সমাজ ’ ওয়েব সাইটে ছাড়া হবে।

--- সাহিত্য সমাজে লিখতে নাম রেজিস্টার করুন করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।