আমাদের কথা খুঁজে নিন

   

টেক ইট ইজি ....... ম্যান

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d যোগাযোগ মন্ত্রী খুব সতর্কতার সাথে কাট-ড্রাইভ করেছেন বর্তমান পরিস্থিতি। বোঝা যায় উনি বেশ সতর্ক এবং পরদর্শী। উনি সবসময় উনার ঠোঁটে হাসি ঝুলিয়ে রাখতে পেরেছেন। এটা একটা অনেক বড় কাজ।

অর্থাৎ উনি বোঝাচ্ছেন উনার বিরুদ্ধে আনা কোন অভিযোগের ভিত্তি নাই। বোঝাই যাচ্ছে হঠাৎ করেই যোগাযোগ মন্ত্রীর উপর দিয়ে একটু হালকা গরম বাতাস যাচ্ছে। এতকিছু হতো না, যদি না এই সময় সব সমস্যা একেবারে না আসতো। এবারই বোধহয় প্রথম, বাস-মালিকরা কোন যুক্তিসংগত কারণে ধর্মঘট পালন করলো। এতে কোন রাজনৈতিক ছোঁয়া ছিল না।

ছিল তাদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মত কারণ। মন্ত্রী মহোদয় প্রথম ভুল করেছেন, ভুল জায়গায় ভুল কথা বলে। মিশুক মুনীরের শোকসন্তপ্ত পরিবারের সামনে তাদের ড্রাইভারের দোষ বলায়। তারপরই সেইদিন পাবনায় আরেকটি দূর্ঘটনা। আর তাতে অনুঘটক হিসেবে যোগ হয়েছে ময়মনসিংহ এবং টাঙ্গাইল মহাসড়কে গাড়ী চলাচল বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের ১২টি জেলার বাস যোগযোগ বন্ধ হয়ে যাওয়াটা।

আর সামনে তো ঈদ আছেই। দূর্ভোগের পরিমানটা তাই আরো বেশী। এছাড়াও ঐসব বন্ধ রাস্তা সম্মন্ধে ঐ রুটে বিআরটিসি বাস চলাচলের নজির তুলে ধরে তিনি রোববার সাংবাদিকদের বলেন, "রাস্তা চলাচল অনুপযোগী হলে এ বাসগুলো চলাচল করতে পারতো না। " এই অবস্থার সাথে যুক্ত হয়েছে মন্ত্রী মহোদয়ের অর্থ না প্রাপ্তি নিয়ে অর্থমন্ত্রানালয়কে জড়িয়ে উক্তি। আর আগুনে আরো ঘি হয়েছে অর্থমন্ত্রীর কথাটি যে, "উনি (যোগাযোগ মন্ত্রী) না বুঝেই এগুলো বলেছেন"।

তার উপরে গতকাল সড়ক ব্যবস্থা নিয়ে ব্যাপক অসন্তোষের মধ্যে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সচিব মোজাম্মেল হককে তিরস্কার করেন শেখ হাসিনা। যথারীতি আরো বেকায়দায় পড়েছেন, মন্ত্রী মহোদয় ময়মনসিংহ সড়ক ১০ মিনিটের জন্য পরিদর্শনে যেয়ে। উনার গাড়ীর বহর নিয়ে উনি খানা খন্দের মধ্যে পড়েছেন। তাকে অনেক অনুরোধ সত্বেও তিনি গাড়ী থেকে নামেননি। এটা উনি বুদ্ধিমানের কাজ করেছেন।

কারণ সেখানে বিক্ষুদ্ধ জনতা (!) ছিল। এছাড়া স্থানীয় লোকদের সাথে তার কিছু বসচাও হয়েছে শোনা যায়। আমার আবুল হাসে, শিরোনামে বিশিষ্ট ছড়াকার, লেখক লুৎফর রহমান রিটন লিখেছেন, দেশের মানুষ কাঁদছে যখন আবুল তখন হাসে মযার্দাহীন লো...কটা শুধু টাকাই ভালোবাসে! সড়কজুড়ে মড়ক তবু আবুল কি তা মানে? মন্ত্রীত্ব টিকিয়ে রাখার মন্ত্র সে ঠিক জানে! হাসিনাকে ডুবিয়ে দিতে আবুল একাই একশ হাপিস করতে পটু আবুল জনগণের ট্যাকশ দেশের মানুষ ভোগান্তিতে ফুঁসছে মানুষ রাত দিন দোহাই লাগে শেখ হাসিনা আবুলটাকে বাদ দিন! =============== যাই হোক আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকেই বলতে পারি সব সরকারের আমলেই এমন কিছু ঘটনা ঘটে। এমন কিছু রত্নকে আমরা আবিষ্কার করে ফেলি যারা তাদের কর্থাবার্তা ও কর্মকান্ড দিয়ে জনগনকে হালকা মনোরঞ্জন দিয়ে যান। আসুন এমন কিছু উক্তি উল্লেক করি যা আমাদের ইতিপূর্বে মনোরঞ্জিত করেছিলঃ >> আমি মাটির নীচ থেকে শত্রু বের করে নিয়ে আসবো >> আল্লার মাল আল্লায় নিয়া গেছে >> উই আর লুকিং ফর শত্রুজ >> এমন হতেই পারে, এইটা কোন ব্যাপারই না (পুলিশের গুলিতে হুদাই মানুষের মৃত্যুতে) >> সবকিছু শক্ত হস্তে দমন করবো (কচ কচ কইরা খাইয়ালামু) >> মিঃ কম খান তাই এমন মনোরঞ্জনদানকারীদের বলি, টেক ইট ইজি........ ম্যান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।