আমাদের কথা খুঁজে নিন

   

No one is to blame.........

সোনাই আর বালি'র চিঠি ব্লগে স্বাগতম !!! তোমারে পাছে সহজে বুঝি তাই কি এত লীলার ছল - বাহিরে যবে হাসির ছটা ভিতরে থাকে আঁখির জল। বুঝি গো আমি, বুঝি গো তব ছলনা - যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বল না।। ...সবার চেয়ে অধিক চাহ, তাই কি তুমি ফিরিয়া যাও - হেলার ভরে খেলার মতো ভিক্ষাঝুলি ভাসায়ে দাও? বুঝেছি আমি, বুজেছি তব ছলনা - সবার যাহে তৃপ্তি হল তোমার তাহে হল না।। যে কথা মোর রইল বাকী হায় সে কথা শুনাই কারে? আমার প্রাণের কাঁদন আছড়ে মরে বুকের দ্বারে! দেখা হ’লে আমার কথা ব’লো তারে- রাজার পূজা-সে কি কভু ভিখারিনী ঠেলতে পারে? আসবে আবার অভিমানী ...খুঁজতে আমায় গভীর রাতে এই আমাদের কুটীর-দ্বারে, ব’লো তখন খুঁজতে তারেই হারিয়ে গেছি অন্ধকারে! - সংকলিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।