আমাদের কথা খুঁজে নিন

   

কী বলা যায়? দুঃসাহসী, বেপরোয়া না অকুতোভয়? মাইকেল কেমেটার।

Engineer Ashikujjaman Ashik কোন বিশেষণে বিশেষায়িত করা যায় এই লোকটিকে! হাজার হাজার মিটার উঁচু পাহাড়ের এক চূড়া থেকে আরেক চূড়ায় তিনি হেঁটে চলেছেন, সরু দড়ির ওপর দিয়ে। তাঁর নাম মাইকেল কেমেটার। দড়ির ওপর হেঁটে উঁচু উঁচু পাহাড় জয় করাই তাঁর নেশা। সর্বশেষ তিনি অস্ট্রিয়ার সর্বোচ্চ পর্বত গ্রসগ্লকনার জয় করেছেন। গ্রসগ্লকনারের পাল্লাভিসিনি সংযোগস্থলের তিন হাজার ৭৭০ মিটার উঁচুতে মাত্র দুই সেন্টিমিটার চওড়া দড়ির ওপর দিয়ে ৪৫ মিটার পথ পাড়ি দিয়েছেন তিনি।

অস্ট্রেলীয় এই অভিযাত্রী উঁচুতে বাতাসের মধ্যে ভারসাম্য রক্ষায় খালি পায়ে হেঁটেছেন। এমনকি বাতাস কাটাতে গায়ে পর্যন্ত কিছু পরেননি। ২৩ বছর বয়সী এই রোমাঞ্চসন্ধানী অবশ্য নিরাপত্তা রশি ব্যবহার করেছেন। কিন্তু তার পরও প্রচণ্ড ঝুঁকি ছিল। দড়ির টানে পর্বতের ছোট ছোট পাথরখণ্ড খসে পড়ছিল।

তবে কেমেটারের সহায়তাকারী দলটি তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে দড়িটি নিরাপদ রাখতে সক্ষম হয়েছে। দড়িটি টানটান করে বাঁধা হলেও এটি প্রসারিত হতো ও দুলত। অস্ট্রিয়ার সর্বোচ্চ চূড়া জয় করতে পেরে দারুণ রোমাঞ্চিত কেমেটার। তিনি বলেছেন, ‘এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু লাইন। পরে হয়তো আরও অনেকে এই লাইন জয় করবেন।

কিন্তু প্রথমে জয় করতে পারেন মাত্র একজনই। এবং আমিই সেই ব্যক্তি। ’ এর মাত্র এক সপ্তাহ আগে বিশ্বরেকর্ড গড়েছেন কেমেটার। অস্ট্রিয়ার গ্রুয়েনেন সি পর্বতের সবচেয়ে দীর্ঘ লাইন ১৬০ মিটার পাড়ি দিয়ে এই রেকর্ড করেছেন তিনি। অরেঞ্জ অনলাইন।

সূত্র: Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।