আমাদের কথা খুঁজে নিন

   

ভাবতেছি সাকিব আল হাসানের বাড়ি ইট মারব... আর মুশফিক কি শুধু সেঞ্চুরি করার জন্য খেলতেছিল

everything is fair in love and war বাংলাদেশ যে জিম্বাবুয়ের কাছে নিগ্রোওয়াশ হতে চলেছে তাতে গা জ্বলতেছে ভাবতেছিলাম তাই সাকিব আল হাসানের বাড়ি ইট মারি.... একটা কাচই তো ভাঙবে... বিশ্বকাপের ভেতর এক ইটের গুতাই পরের ম্যাচে ইংল্যান্ডকে হারাইছিল ... আর মুশফিক সেঞ্চুরি করার পর ওর কি হল... ওর কি ম্যাচটা বের করে আনার দায়িত্ব ছিল না... মনে হল ও শুধু সেঞ্চুরি করার জন্য খেলতেছিল মুশফিক এর তো এত ভাল খেলার কথা না... আর যাদের কথা তারাই বা কি করল ... ভাই জেতার খুব আশা করে খেলা দেখতেছিলাম ত তাই হেরে যাওয়াই কষ্টটা বেশী লাগতাছে যাই হউক পরের ম্যাচের জন্য শুভকামনা  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।