মানুষের জীবনে রোগ-শোক-জরা-ব্যাধি-মৃত্যু-হারানো থাকবেই... কিন্তু সবকিছু থেকে বড় হলো 'বেচেঁ থাকা' ... এই বেচেঁ থাকা দিয়ে সব কিছু জয় করতে হবে । নেতা-কর্মীদের মুক্তির দাবীতে একটি শতভাগ সফল হরতাল পালন করলো দেশের ১৬ কোটি মানুষ জনগণের নিরংকুষ সমর্থন ও অংশগ্রহণ প্রমাণ করে হরতাল সফল হয়েছে ১. ডাঃ ইভা যখন মারা গেল তখন ডাক্তাররা মানববন্ধন করেছিলেন, সেখানেও ডাক্তারদেরই তেমন অংশগ্রহণ ছিলো না ২. সাগর-রুনি নিহত হবার পরের কর্মসূচী গুলোতে সাংবাদিকদের মতবিভেদ এর কারনে সব সাংবাদিক আন্দোলনে নামেন নি ৩. বিশ্বজিত মারা যাবার পর কোন সংগঠন তো দূরে থাক, হিন্দুরাও রাস্তায় নামে নি ভাই রে, জামায়াত-শিবির-বিএনপির নেতা-কর্মীরা নিশ্চয়ই বাংলাদেশের সব মানুষের ভগ্নিপতি লাগে, কারন তাদের জন্য সবাই ১০০% সফল একটা হরতাল করেছে! (বলে রাখা ভালো, আওয়ামীলীগের নেতা-কর্মীরাও বাংলাদশের মানুষের বেয়াই লাগেনা!) প্রিয় সকল জামায়াত-শিবির এবং সমমনা বিরোধীদল যদি পারেন একবার কুরআন, গীতা, বাইবেল ছুঁয়ে কথা দেন যে, হরতালে - আর একটা গাড়িও ভাঙ্গা হবে না - কোন যানবাহনে আগুন দেওয়া হবে না - ককটেল ফাঁটানো হবে না - কোন পথচারীকে আঘাত করা হবে না - একটা ইট-পাটকেলও ছোঁড়া হবে না - সাধারণ মানুষ নির্বিঘ্নে যার যার গন্তব্যে যেতে পারবে - আপনারা শান্তিপূর্ণ ভাবে মিছিল করবেন, চিতকার করবেন - কিন্তু উশৃঙ্খল হবেন না তারপরে দেখুন কতোজন সাধারণ মানুষ আপনাদের হরতালকে সমর্থন করে (এবং প্রিয় আওয়ামীলীগ, এ পোস্টটি আপনাদের জন্যও ডেডিকেটেড)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।