আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রোহ আর বাঁচার গান

আকাশটার নীল যখন ধূসর মনে হয়- সীমাহীন সমুদ্র নীলিমা যখন স্থির মনে হয়- যখন পাহাড়ের হাজারো সবুজ মলিনতায় ভুগে- যখন স্বপ্নগুলো কাঁচের মত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়- যখন চঞ্চল চপলা মন হারিয়ে বসে খুব বেশি আপন কিছু অনুভূতির অগোচরে অনন্তকালে মহাকালে কালে কালে যখন আশার বাণীগুলো ক্ষীণ হয়ে আসে- আসে যখন গোধূলী ভেঙ্গে একরাত নিস্তব্ধতা নিঃশব্দে- শব্দহীন নীরব পাওনাগুলো যখন পাওয়া হয়না মনে, মনের আবীর রঙ তখন মুছতে থাকে- বেঁচে থাকার ইচ্ছেগুলোও মরে যেতে চায় নিমিষেই বা সুনামি হয়ে বিদ্রোহ করে মন সবকিছুর প্রলয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।