৩জনের জন্য সোডা ওয়াটার এক ক্যান-২৫০ মি:লি(বাজারে আরসি এর সোডা সুলভ ২৫টাকা মাত্র) লেবুর রস ১০০ মি:লি চিনি চার টেবল চামচ পানি:১০০মি:লি: প্রকৃয়া: প্রথমে ১০০ মি:লি: পাণিতে সবটুকু চিনি গুলে নিন। জাগে রাখা সোডা ওয়াটারে ১০০ মি:লি:লেবুর রস আর চিনি গোলা পাণি ঢেলে দিন। মিশ্রণ ২০মিনিট ডীপে রেখে দিন।অথবা বরফ দিয়েও ট্রাই করতে পারেন লেবুর পরিবর্তে মাল্টার রস দিলেও ভালো লাগে। ইমান সে কই এইডা খাইলে কোক পেপসি ছাইরা দিবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।