কালের সাক্ষী সর্বশেষ আপডেট : বনানীতে চির নিদ্রায় শায়িত হলেন আমাদের প্রিয় মিশুক স্যার
সর্বশেষ আপডেট :
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আমাদের প্রিয় স্যার এটিএন নিউজের প্রধান নির্বাহী ও প্রধান স্পাদক মিশুক মুনীরের দাফন সম্পন্ন হয়েছে। নিউইয়র্ক থেকে বড় ভাই আহমেদ মুনীর ভাষণ দেশে ফেরার পর, দুপুরে মিশুক মুনীরের মৃতদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে, নেয়া হয় বনানী কবরস্থানে। সেখানে নানীর কবরের পাশে মিশুক মুনীরকে বাদ যোহর সামহিত করা হয়। এসময় তার পরিবারের সদস্য, আত্নীয়-স্বজন, এটিএন নিউজের সহকর্মী ও অসংখ্য ভক্ত অনুরাগী উপস্থিত ছিলেন। পরম মমতায় অশ্রুশিক্ত নয়নে প্রিয় মিশুক মুনীরকে বিদায় জানান তারা।
দাফনের পর নিরাপদ সড়কের দাবিতে বনানীতে একটি মানব বন্ধন করা হয়। যেখানে অংশ নেয় গণমাধ্যম সহ বিভিন্ন স্তরের মানুষ । এসময় মিশুক মনিরের স্ত্রী অত্যান্ত ক্ষোভের সাথে বলেন- আমাদের দেশের রাজনীতীবিদরা মানুষ নিয়ে রাজনীতি করেন । কিন্তু একবারের জন্যও সাধারণ মানুষের জন্য তারা কাজ করে না । বরং তারা রাজনীতির নামে ব্যবসা করেন ।
আর কেমন মন্ত্রী আমাদের দেশে, যে সদ্য স্বামী হারা একজন স্ত্রীর সামনে গিয়ে বলেন যে আপনাদের ড্রাই্ভারেরও দোষ ছিল।
-অনেক ষাধারণ বিসয় নিয়ে রাজনৈতিক দলগুলো হরতাল দেয়। কিন্তু তারা বুকে হাত দিয়ে একবারও কি তারা বলতে পারবে ? নিরাপদ সড়কের জন্য হরতাল দিয়েছেন তারা ? এ প্রশ্নও করেন সদ্য বিধবা এক নারী মঞ্জুলী বেগম,( মিশুক মুনীরের স্ত্রী )
- এ সময় তিনি প্রধানমন্ত্রীকে তার পিতাকে এবং বিরোধী দলের নেতাকে তার স্বমীকে বেচে খাওয়া রাজনীতি না করতে অনুরোধ করে জনগনের জন্য কাজ করতে অনুরোধ করেন ।
আসুন আমরা নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার হই ।
আমরা কোন সম্প্রচার জগতের সবজান্তা মিশুক মনির বা বিকল্পধারা চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদকে হারাতে চায় না ।
সর্বশেষ আপডেট :
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আমাদের প্রিয় স্যার এটিএন নিউজের প্রধান নির্বাহী ও প্রধান স্পাদক মিশুক মুনীরের দাফন সম্পন্ন হয়েছে। নিউইয়র্ক থেকে বড় ভাই আহমেদ মুনীর ভাষণ দেশে ফেরার পর, দুপুরে মিশুক মুনীরের মৃতদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে, নেয়া হয় বনানী কবরস্থানে। সেখানে নানীর কবরের পাশে মিশুক মুনীরকে বাদ যোহর সামহিত করা হয়। এসময় তার পরিবারের সদস্য, আত্নীয়-স্বজন, এটিএন নিউজের সহকর্মী ও অসংখ্য ভক্ত অনুরাগী উপস্থিত ছিলেন। পরম মমতায় অশ্রুশিক্ত নয়নে প্রিয় মিশুক মুনীরকে বিদায় জানান তারা।
দাফনের পর নিরাপদ সড়কের দাবিতে বনানীতে একটি মানব বন্ধন করা হয়। যেখানে অংশ নেয় গণমাধ্যম সহ বিভিন্ন স্তরের মানুষ । এসময় মিশুক মনিরের স্ত্রী অত্যান্ত ক্ষোভের সাথে বলেন- আমাদের দেশের রাজনীতীবিদরা মানুষ নিয়ে রাজনীতি করেন । কিন্তু একবারের জন্যও সাধারণ মানুষের জন্য তারা কাজ করে না । বরং তারা রাজনীতির নামে ব্যবসা করেন ।
আর কেমন মন্ত্রী আমাদের দেশে, যে সদ্য স্বামী হারা একজন স্ত্রীর সামনে গিয়ে বলেন যে আপনাদের ড্রাই্ভারেরও দোষ ছিল।
-অনেক ষাধারণ বিসয় নিয়ে রাজনৈতিক দলগুলো হরতাল দেয়। কিন্তু তারা বুকে হাত দিয়ে একবারও কি তারা বলতে পারবে ? নিরাপদ সড়কের জন্য হরতাল দিয়েছেন তারা ? এ প্রশ্নও করেন সদ্য বিধবা এক নারী মঞ্জুলী বেগম,( মিশুক মুনীরের স্ত্রী )
- এ সময় তিনি প্রধানমন্ত্রীকে তার পিতাকে এবং বিরোধী দলের নেতাকে তার স্বমীকে বেচে খাওয়া রাজনীতি না করতে অনুরোধ করে জনগনের জন্য কাজ করতে অনুরোধ করেন ।
আসুন আমরা নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার হই ।
আমরা কোন সম্প্রচার জগতের সবজান্তা মিশুক মনির বা বিকল্পধারা চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদকে হারাতে চায় না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।