আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন আইয়ুব বাচ্চু...

এতকিছু ... ওই সিনেমার জন্যই... আজ আইয়ূব বাচ্চুর জন্মদিন। একসময়ের ক্রেজ এই সঙ্গীতশিল্পি ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের এক হাজী পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর ডাক নাম রবিন। আইয়ুব বাচ্চু ১৯৯১ সালে জন্ম নেওয়া এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল। এর আগে তিনি দশ বছর সোলস ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন।

আইয়ুব বাচ্চু একাধারে গীতিকার, সুরকার,সঙ্গীত পরিচালক। মুলত রক ঘরানার কন্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিকাল সঙ্গীত এবং লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন। আইয়ূব বাচ্চুর প্রথম একক অ্যালবামের নাম ছিল ময়না। এর বেশীরভাগ গান লেখেন কবির বকুল। এর কিছূদিন আগে তিনি ঢাকায় আসেন।

এবং ওইসময় তিনি পরিবার থেকে কোন টাকা পেতেন না। থাকতেন একটা মেসে। ময়না অ্যালবামটি মোটামুটি ভাল সাড়া ফেলে। এই টাকায় তিনি মেসের বকেয়া পরিশোধ করেন। তখন তার প্রেমিকা ছিল বর্তমান স্ত্রী চন্দনা।

এই উড়োনচন্ডী লোকটার পেছনে এই নারীর অবদান অসীম। বাচ্চুর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো "সেই তুমি কেন এত অচেনা হলো" গানটি। তিনি অনেক একক অ্যালবাম বের করেছেন। সেগুলো হলঃ ১.ময়না ২.কষ্ট ৩.প্রেম তুমি কি ৪.দুটি মন ৫.সময় ৬.একা ৭.পথের গান ৮.ভাটির টানে মাটির গানে ৯. জীবন ১০.সাউন্ড অব সাইলেন্স ১১.রিমঝিম বৃষ্টি তার গাওয়া জনপ্রিয় কয়েকটি গান হলঃ ১.সেই তুমি কেন অচেনা হলে ২.রূপালি গিটার ৩.রাত জাগা পাখি হয়ে ৪.কষ্ট পেতে ভালবাসি ৫.মাধবি ৬.ফেরারি মন ৭.এখন অনেক রাত ৮.ঘুমন্ত শহরে ৯.বার মাস ১০.হাসতে দেখ ১১.এক আকাশের তারা ১২ প্রেম তুমি কি? ১৩ বেলা শেষে ১৪. ঘর ১৫. উড়াল দেব আকাশে গিটারে তিনি সারা ভারতীয় উপমহাদেশে বিখ্যাত। জিমি হেন্ড্রিক্স এবং জো স্যাট্রিয়ানীর বাজনায় তিনি দারুনভাবে অনুপ্রাণিত।

আইয়ুব বাচ্চুর নিজের একটি স্টুডিও আছে। ঢাকার মগবাজারে অবস্থিত এই মিউজিক স্টুডিওটির নাম এবি কিচেন । তিনি ২০১০ সালে ঈদের জন্য নির্মিত ‘ট্রাফিক সিগন্যাল ও হলুদ বাতি’ শিরোনামের নাটকে অভিনয় করেন[img ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।