বাংলাদেশের একদল তরুন প্রজন্ম তৈরী করেছে অনলাইন বাংলাদেশ ওয়েবসাইট টি। ওয়েবসাইট টিতে ২০০ এর ও বেশী প্রয়োজনীয় ওয়েবসাইট সংযুক্ত রয়েছে এবং প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রয়োজনীয় সকল ওয়েবসাইট সমূহ।
ওয়েবসাইট টিতে সকল বাংলাদেশি সংবাদপত্র (বাংলা, ইংরেজী, অনলাইন, আঞ্চলিক), টিভি, রেডিও, মিডিয়া, ব্লগ, ক্যারিয়ার, সরকারি, স্টক মার্কেট, গুগল, ইয়াহু, Wikipedia এবং প্রয়োজনীয় অন্যান্য সকল ওয়েবসাইট একত্রে এক জাইগা থেকেই (বারবার URL পরিবর্তন না করে) ব্যাবহার করা যায়। এমনকি অনলাইনে অন্যান্য প্লেয়ারদের সাথে গেমস খেলার সব ওয়েবসাইট ও যুক্ত আছে এতে। ওয়েবসাইট টিতে নিজের প্রয়োজন অনুযায়ী ওয়েবসাইট এ্যাড করে পছন্দমত প্লাটফরম তৈরি করে নেওয়ার সুবিধাও সংযুক্ত করা হবে খুব তাড়াতাড়ি।
যে সমস্ত ওয়েবসাইট এই একটি মাত্র ওয়েবসাইট থেকে একজাইগাতেই ব্যবহার করা যাবে তার সম্পূর্ণ চিত্রতালিকা নিম্নরূপঃ
১। সকল বাংলা সংবাদপত্র (প্রথম আলো, কালের কন্ঠ সহ মোট ২০ টি)
২। সকল ইংরেজী সংবাদপত্র (The Daily Star, The New Age সহ ৮ টি)
৩। সকল অনলাইন সংবাদপত্র (বিডি নিউজ ২৪ সহ মোট ১৯ টি)
৩। সকল আঞ্চলিক সংবাদপত্র (জেলাভিত্তিক মোট ১৪ টি)
৪।
সেরা টিউটোরিয়াল ওয়েবসাইট গুলো (৭ টি - আরো সংযুক্ত হচ্ছে)
৫। কেনা বেচা, ছাড়, অফার এর ওয়েবসাইট গুলো (ক্লিক বিডি, সেল বাজার, বিক্রয় ডট কম সহ মোট ১২ টি)
৬। ক্যারিয়ার ও চাকুরী সংক্রান্ত ওয়েবসাইট গুলো (বিডি জবস, প্রথম আলো জবস সহ মোট ৮ টি)
৭। শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট গুলো (মোট ১২ টি)
৮। মজার মজার মাল্টিপ্লেয়ার গেমিং ওয়েবসাইট গুলো (১০ টি)
৯।
মিডিয়া, অনলাইনে রেডিও শোনা, অনলাইনে টিভি দেখা, ম্মুভি, গান, ভিডিও, নাটক ইত্যাদি ডাউনলোড করার সব নামকরা ওয়েবসাইট গুলো (সংগস ডট পিকে, দরিদ্র ডট কম, সকল অনলাইন রেডিও, সকল অনলাইন টিভি সহ মোট ১০ টি)
১০। বাংলাদেশের সকল ব্লগ (সামহোয়ার ইন ব্লগ, আমার ব্লগ সহ মোট ৬ টি)
১১। ই-এস-পি-এন (খেলার খবর)
১২। শেয়ার বাজার (স্টক আপডেট)
১৩। গুগল, ইয়াহু, বিং, উইকিপিডিয়া ও সকল নিত্য প্রয়োজনীয় ওয়েবসাইট গুলো
১৪।
পূরো বাংলাদেশের গুরুত্বপূর্ণ ফোন নম্বরসমূহ
১৫। বাংলাদেশের সকল সরকারী তথ্য ও তাদের ওয়েবসাইট গুলো
১৬। বাংলাদেশের ৬৪ টি জেলার পৃথক তথ্যসমূহ ও তাদের ওয়েবসাইট গুলো
এছাড়া অন্যান্য সকল প্রয়োজনীয় ওয়েবসাইট যুক্ত হচ্ছে প্রতিনিয়ত।
বাস্তবেই নিত্য জীবনের প্রয়োজনীয় সকল ওয়েবসাইট সংযুক্ত আছে এই অনলাইন বাংলাদেশ ওয়েবসাইট টিতে। তাই সকল প্রয়োজনীয় ওয়েবসাইট এখন খুব সহজেই এক জাইগা থেকে ব্যবহার করা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই।
আর খুজে পাওয়া যেকোনো প্রয়োজনীয় তথ্য অতি সহজেই। আর ইন্টারনেট রিসোর্স কাজে লাগানো যায় আরো সক্রিয়ভাবে।
ওয়েবসাইট টি তৈরী করেছেন ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর একদল তরুণ শিক্ষার্থী।
সূত্রঃ ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ফ্যাকাল্টি এবং ছাত্রবৃন্দ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।