আমাদের কথা খুঁজে নিন

   

শেখ মুজিবর রহমান ও জিয়াউর রহমান এবং আমার কিছু কথা।

একটা ব্যপার বলতে কি আমাদের দেশের প্রেসিডেন্ট মাত্র একজন,প্রধানমন্ত্রীও একজন সংসদ সদস্য তিনশতজন,রাজনৈতিক নেতাকর্মী অনেক কিন্তু আমরা শান্তিপ্রিয় জনগণ কিন্তু তাদের চাইতে অনেক অনেক বেশী। তাই আমি মনে করি আমরা শান্তিপ্রিয় জনগণ যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা আমাদের প্রিয় দেশে শান্তি ফিরিয়ে আনতে পারব। শেখ মুজিবর রহমান এবং জিয়াউর রহমান,বিশেষ করে এই দুই জন কে সমগ্র বিতর্কের বাইরে রাখা উচিত। দু জনেই দুজনের কর্মে ইতিহাসে স্বর্নাক্ষরে জায়গা করে নিয়েছেন,আজকে আমরা যারা তাদের সম্পর্কে কোনো উল্টাপাল্টা কথা বলি তারা কিন্তু মোটেও সঠিক কাজটি করি না। আজকে এই দুই নেতার ব্যপারে যে সকল বিতর্কিত কথাবার্তা শুনি তার বেশীর ভাগই কিছু স্বার্থান্নেসি নেতাদের কারনে হচ্ছে।

তবে এটাও চিরন্তন সত্য যে কোনো মানুষই বিতর্কের উর্ধে নয়,তারা দুজনেও কিন্তু এর বাইরে ছিল আমরা যেহেতু শান্তি চাই সেহেতু এদের নিয়ে বিতর্কের অবসান করতে হবে। যেদিন এদের নিয়ে বিতর্কের অবসান হবে সেদিন ই এ দেশে প্রতিহিংসার রাজনীতির কবর দেয়া হবে এবং সুস্থ রাজনীতির সূর্য উদয় হবে। এজন্য, আমাদের মন থেকে হিংসা ঝেড়ে ফেলে দিতে হবে। আমাদের ছোট ছোট ত্যগ স্বীকার করার অভ্যাস করতে হবে। আমাদের আরো বেশী ধৈর্য্যশীল হতে হবে।

আরো অনেক আছে তবে সবার আগে এই তিনটি জিনিস এর ঘোর প্রয়োজন আমাদের কারন আমাদের দেশে বড় রাজনৈতিক দলের সবচেয়ে বেশী এই তিনটি জিনিসের অভাব। এই তিনটি জিনিস যখন আমরা সফল ভাবে সমাজের সকল স্তরে ছড়িয়ে দিতে পারব তখনই আমাদের সফলতা আসবে,দেয়া হবে প্রতিহিংসার রাজনীতির কবর। কারন আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের সমাজের বাইরে নয়। আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য যদি কিছু করতেই হয় সবার আগে এদেশকে প্রতিহিংসা ও নোংরা রাজনীতির কবল থেকে স্বাধীন করতে হবে এবং সুস্থ রাজনীতি দেশ ও দশের রাজনীতির সূচনা করতে হবে। আমার একান্ত আহবান থাকবে আমাদের দেশের রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি, আমি আমার বক্তব্যের মাধ্যমে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করছিনা বরং আপনাদের প্রতি আমার আকুল অনুরোধ জানাচ্ছি যে অনুগ্রহ করে আমাদের এই সোনার বাংলাদেশ থেকে আপনারা কাঁদা ছোরাছোরির,প্রতিহিংসার নোংরা রাজনীতি বন্ধ করবেন।

নিজের এবং দলের চিন্তা না করে দেশ এবং দশের চিন্তা করবেন এবং দেশ ও দশের উন্নয়নের জন্য সুস্থ রাজনীতি করবেন। অবশ্যই আপনারা দেশ ও দশের বাইরের কেউ নন। আপনারা আমাদেরই কাছেরজন। বিদ্রঃলেখাটি একান্ত আমার ব্যক্তি গত মতামত,হয়তো আমি আমার কথাগুলোকে সাবলীল ভাবে গুছিয়ে লিখতে পারি নাই। অনুগ্রহ করে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।