i love somewhere blog. মানুষ মাত্রই ভুল হয়। হয়তো আপনার বাবা মা আপনার সঠিক জন্ম তারিখ ভুলে গিয়েছিল। তায় হয়তো তায় বিভিন্ন জায়গায় আপনার জন্ম তারিখটা ভুল বা অনুমাণিক একটি জন্ম তারিখ লিখেছেন। এটা আপনার ভুল নয় এটা হয়তো আপনার বাবা মার ভুল, যাক তখন কারদিন কেই তেমন একটা জন্মদিন লিখে রাখতো না। আমি নিজেও দেখেছি বহু মানুষের সঠিক জন্ম তারিখ মনে নেয়।
তায় তার একাটা অনুমাণিক জন্ম তারিখ ব্যাবহার করেন। ইতি মধ্যে আপনার ২ টি জন্ম তারিখ সর্ম্পকে আমি নিশ্চিত হয়েছি। আপনার বিবাহ কাবিন মানাম একটা ও স্কুলে অন্যটা।
বিবাহ কাবিন নামায় আছে ১৫ ই সেপ্টম্বর ১৯৪৫।
স্কুলে আছে ১৫ ই আগষ্ট ১৯৪৫
কিন্তু আপনার কাছে প্রশ্ন আপনি ১৫ আগষ্ট জাতীয় শোকদিবস রাষ্টীয় ভাবে ঘোষণা করা পর কেন হঠাৎ করে ঐ দিন কে জন্মদিন হিসেবে বেচে নিলেন?
আমি যতদুর জানি ১৯৯৬ আওয়ামীলীগ ক্ষমতায় আসার পূর্বে ও জাতীয় শোকদিবস রাষ্ঠীয় ভাবে পালন হবার পূর্বে পর্যন্ত আপনি কখনো ১৫ আগষ্ট আপনার জন্মদিন ঘটা ও উৎসবা করে পালন করেন নি।
যাই হোক ভুলে যাবেনা
আপনাকে একদিন আল্লার ডাকে সাড়া দিতে হবে।
যে দিন আপনি চলে যাবেন পড়পাড়ে তখন যদি কেউ আপনার মৃত্য দিনকে নিয়ে এমন কটাক্ক করে তখন কেমন লাগবে বা লাগতে পারে তা একবার আপনি জীবিত থাকাকালিন ভেবে দেখবেন কি? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।