আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....! অফিস থেকে হেটে হেটে বাসায় ফিরছি,,,,! প্রতিদিনের মত ফকিরাপুল দিয়ে। অনেকটা রিলাক্স মুডে। ফকিরাপুল রাস্তা পার হচ্ছিলাম। রাস্তার অর্ধেকটা যখন পার হয়ে এসছি, ঠিক তথনই বিকট শব্দে ককটেল বিস্ফোরন, ঠিক আমার কয়েক হাত সামনে। প্রথমে বুঝতেই পারিনাই কি হচ্ছে দাঁড়িয়েছিলাম রাস্তার মাঝ খানেই। যখন বুঝলাম, একটা দৌড় দিয়েছি, জীবন বাঁচানো দৌড়!!!!! কয়েক সেকেন্ড এদিক ওদিক হলে, অন্য রকম কিছুও হতে পারতো। এর নাম কি গণতন্ত্র রক্ষা,,এর নাম কি আস্তিকতা......!!! এর নাম কি জনগনের জন্য আন্দোলন.....!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।