আমাদের কথা খুঁজে নিন

   

'আমি যদি হুকুম দিবার না ও পারি '

শহীদ মিনার আমাকেও ঠাঁই দেয়। এখনও দুটো কফিন কাঁধে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছেন যে সতীর্থরা তাদের চোখে কোনো অশ্রু নেই। তারেক মাসুদ কিংবা মিশুক মুনীর হয়ে এই ভার উত্তোলনকারীরাও আজ সবাই মৃত ! আর পাশের ফুলগুলো তাকিয়ে দেখছে ফরিদপুর থেকে ছুটে আসা বাউল গাইছেন..... 'ও মাটির ময়নারে ....' মাঝে মাঝে আমরা আর বলতে পারি না কিছুই। মাঝে মাঝে থেমে যায় কলম। থামে নৌকো।

দাঁড়ায় মাঝি। নদীও কাঁদতে শিখে, বৃষ্টির কাছ থেকে। এই জাতি কান্না কি তবে ভুলেই গেছে ? অথচ এরাই তো একদিন দাঁড়িয়েছিল সকল অসূরের বিরুদ্ধে। 'আমি যদি হুকুম দিবার না ও পারি '....... এমন হুকুম শোনে ছুটেছিল যুদ্ধঅভিযানে। পরিশুদ্ধ হবে বলে হাতে তুলে নিয়েছিল মাটির ঢেলা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।