গর্ব করার মত এখন কিছুই চোখে পড়েনা। মাঝে মাঝে মনে হয়, প্রয়োজন আর একটি বিপ্লব একা পাখি বসে আছে শহুরে দেয়ালে ... শিস দিয়ে গান গায় ধূসর খেয়ালে ... তার ফেলে আসা আনমোনা শিস এই শহরের সব রাস্তায়... ধোঁয়াটে বাতাসে নালিশ রেখে যায় ... আমি দেখিনি, আমি শুনিনি ... আমি বলিনি অনেক কিছু জানিনি, আমি বুঝিনি তবু ছুটেছি তোমার পিছু দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু ... জানিনি, আমি বুঝিনি তবু ছুটেছি ...... আনমোনা বসে দেয়ালে পাখি নির্বাক চোখ রাস্তায় ধোঁয়াটে শহরে উষ্ণতা বাড়েনা ... আনমোনা চোখ অবুঝ ঠোঁট মনের দরজায় ... আঙুল রাখেনা ... কিছু সুর তুমি এনে দাও পাখি এই নাগরিক কোলাহলে গান গাও তুমি শিস দাও শহুরে দেয়ালে ভুলে যাও পাখি শহরের যত ব্যস্ত যত কথা আমি এসেছি তোমার কাছে দাও স্বাধীনতা ...... দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু ... জানিনি, আমি বুঝিনি তবু ছুটেছি ...... মূল গান, সুর, কথা : শিরোনামহীন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।