আমার এখানে প্রবেশের পূর্বে একবার ভাবুন, ভাল কিছু পাবেননা। ভাল কিছু দিয়ে যেতে পারলে ওয়েলকাম। আমি কয়দিন পূর্বে আামার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম । লোকে আমারে নিয়া হাসা হাসি করে আমার দুঃখটারে আরো বাড়ায়া দিলো। কেউ একটু বুঝবার চাইলোনা আমি কোন দোজক সাথে নিয়া চলি।
ঘটনা যদি ওই পর্যন্ত থাকতো তাইলে ঠিক ছিলো । কিন্তু ঘটনা এখন চ্রম পর্যায়ে। আমার দুই বন্ধু আমার ওই পোষ্টের কথা জানতো। তারা কয়দিন আগে আমাকে কয় আমাদের বিরিয়ানি খাবা। আরে টাকা নাই বলে কোন রকমে বাইচা আসলাম।
পরে ফোন করে কয় না খাওয়ালে খবর আছে তোর। আমি কোন পাত্তা দিলামনা।
কাল হঠাৎ আজরাইলটা আমার বাসায় এসে হাজির। আমাকে বলে তোমার ল্যাপটপ খোল। বল্লাম আরে ওইটা খোলা যাবেনা।
স্ক্রি ড্রাইভার লাগবে। আর খুইল্লা কি কাম?? বলে খোলা মানে চালু করবা গাধা আমি অন করলাম। বলে নেটা চালু করো। করলাম। তারপর বলে ওই সামুরাই না টামুরাই কি একটাতে তুমি লিখো ওইটা খোল।
আমার তখন যা বুঝার বুঝা হয়ে গেছি। মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করা আরম্ভ করলাম। চালাকি কইরা বল্লাম, আরে কিয়ের সামুরাই?? বলে ওই আমার সাথে চালাকি করবানা। আমারে নিয়া না কি সব লিখছো কোথায় জানি ওইটা খোল। আমি ওরে দেখানোর জন্য সামুরাই লিখা চার্স দিলাম ।
আসেনা কিছুই। বলে ওই ঠিক ঠিক লিখো। নাইলে তোমার খবর আছে। আমি কি করলাম। কি বোর্ড দিয়ে ল্যাপ্পিটা রিষ্টার্ট মাইরা দিলাম ও ঠের না পায় মতো।
ওন হইলে আবার মারি। ওন হইলে আবার । বল্লাম লক্ষি ল্যাপ্পিতো তোমারে দেখে ডরাইছে । বাদ দাও পরে খুলবোনে। বলে কালকে আমার সাথে সাইবার ক্যাপে যাইবা ।
কেমনে কম্পিউটার না খোলে আমি দেখবো।
এখন আমি কই যাইরে ভাই?? কেনযে প্রেম করতে গেলাম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।