আমাদের কথা খুঁজে নিন

   

আরে হাদারাম এইটা আমাদের ......... স্যারের ওয়াইফ"

অলস মস্তিস্ক বহু বান্দরামীর উর্বর ভূমি সেমিষ্টারের শুরুতে ম্যানেজম্যান্ট ক্লাসে এক সুন্দরীরে নিয়া কাহিনি। সিম্পল দেখতে চমৎকার এই মেয়েকে নিয়া ক্লাসের ২-৪টা বেশ ভালোই আগ্রহী ছিলো। সারা সেমিষ্টার কেউই তেমন কিছু করে নাই । লাষ্টের দিকে আইসা সবাই হঠ্যাৎ কইরাই বেশ এক্যাটিভ। সবাই তেনার সাথে আগ বাড়াইয়া কথা কয়, উনার সাথে গ্রুপ ফর্ম করতে চায়। যদিও তিনি কাউরো সাথেই গ্রুপ ফর্ম করেন নাই তিনি তার সখীদের সাথে গ্রুপ ফর্ম করেছেন। যাই হোক পোলাপান আশা ছাড়ে নাই, তারা ঐ গ্রুপের প্রেজেন্টেশেনের ভালো খারাপ বিবেচনা না কইরাই হাততালি দিয়া গেছে। তবে সুখের কথা হাততালির আধিক্যে ফ্যাকাল্টি তাদের কোনরুপ দয়া দাখ্যিন্য দেখান নাই । ললনাদের গ্রুপকে তাদের প্রাপ্য বাশ দিতে তিনি বিন্দু মাত্র কার্পন্য করেন নাই যাউকগ্গা কাহিনি শেষ হইচে ড্রামাটিক্যালি, ফাইনালের দিন ফাইনালের পড়া বাদ দিয়া ঐ ফিদা ৩-৪ টা এক সাথে আলোচনা করতেছিলো যে ঐ মেয়েরে তারা জিজ্ঞাসা করবে নেক্সট সেমিস্টারে তিনি কি কি কোর্স নিবেন ? এই সময় ক্লাসের এক সিনিয়র ভাই আইসা বলে আগে দেখ ঐ মেয়ে নেক্সট সেমিষ্টারে থাকে কিনা ? আমরা সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকাইলে তিনি বলেন "এই সেমির শুরুতে বিয়া করলো সো এখন রোজার পরে যে হানিমুনে যাইবো এইটা বুজার লিগা কি জ্যোতিষি হওয়া লাগে নাকি রে" আমরা তখনও বেকুবের মত তার দিকে তাকায়েই আছি যাি হোক এক ফিদায় জিজ্ঞাসা করে বিয়া করলো কবে কারে ?? বাকি উত্তর শুইনা আমরা হাসমু নাকি ফিদা গুলারে সান্তনা দিমু ঠিক বুইজা উঠতে পারতেছিলাম নাহ উত্তর ছিলো " আরে হাদারাম এইটা আমাদের ......... স্যারের ওয়াইফ" একটা অনুরোধ : কেউ যদি স্যারের নাম বিন্দু মাত্রও আইডিয়া করতে পারেন প্লিজ লিখবেন নাহ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।