ঝর্ণার পাশে বাড়ি/ জলের তেষ্টায় মরি/ জীবনের খেলাঘর/ বেঁধে যাই নিরন্তর। স্বাক্ষর নিতে হয় তোমার; এইটুকো অধিকার জিহ্বাটা বড্ড বেড়ে গেছে খাদক তোমাদের! খাওয়ার লোভে পাইকারি করো . . . . . . নির্ধারণ করে দাও জীবনের দাম . . . . . . . . . . ঘামের শ্রমে অন্ন যোগাতেও কমিশন দিতে হয়; তোমাদের পুঁজিহীন আড়তে... প্রাণিজগতে সম্ভবত কুত্তাদের জিহ্বাটা সবচেয়ে দীর্ঘ! লা-ওয়ারিশ কুকুর যত খেতে চায় যত্রতত্র সুযোগ পেলে খেতে খেতে হয়ে যায় নাদুসনুদুস সময়মত কুকুর-মুগুর সমার্থক হয়ে গেলে . . . . . . . . . . . . .. জীবন হাতে চলে উল্কা দৌড়... লম্বা জিহ্বার দোষে জীবন প্রদীপ নিভে অপঘাতে- জলাতঙ্কে! কালের প্রেক্ষাপটে বুদ্ধিমান কুত্তারা মানুষ হয়ে যা... তওবার দরোজায় লেগে আছে অসংখ্য দাবীর অর্গল। ১৯.০৭.২০১৩ রাজনগর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।