জনসমুদ্রে হারিয়ে যেতে চাই। লেখাটি পুরাই মজা করার জন্য লেখা,কেও কিছু মনে করবেন না আশা করি,
রসিক ফ্যাশন হাউসের ডিজাইনার জানান এই শার্ট টি ব্লগার ডিস্কো বান্দর এর জন্য। আমার অতি প্রিয় এক ভাইয়া। তোমার নামের (এবং লেখালেখির )সাথে মিল রেখে করেছি। এটিতে দুইটা বান্দরের ৩২ পাটি বের করে হাসির জলছাপের সাথে হাতে ২ টি কলার ছবি।
আমাদের বান্দরীয় প্রবচন “জয় বান্দরামির জয়”মুল্যঃএটি অমুল্য ভাই। এত শিল্পিত জিনিসের দাম টাকায় হয় না।
ছাগুয়ানা ফ্যাশন হাউসের এবারের ঈদের স্পেশাল কালেকশন । ব্লগে প্রচুর ছাগুর চাপে দেশে চলছে কাঠাল পাতা সংকট। তাই মাত্র তিনটি কাঠাল পাতা দিয়ে ডিজাইন করা এই শার্টে আর ও আছে ছাগলের দড়ির জলছাপ।
মুল্যঃ১০০
। ৫ কেজি সবুজ কাঠাল পাতা ফ্রী।
আমাদের জাহাজীপোলা ভাইয়ের জন্য দেশবিদেশ ফ্যাশন হাউজের আয়োজন এবার সাধারন । তবে তারা বলেছেন সামনে কোরবানীর ঈদে ডিংগি নৌকা আকা বিশেষ পোশাক আসবে। মুল্যঃভাই ২ ডলার।
ইউক্লিড ফ্যাশন হাউসের এবারের কালেকশন টিশার্ট “দ্য লামি”
এটা দেখতে ময়লা লাগ্লেও গনিতপাগল ম্যাভেরিক ভাই এর কদর বুঝবেন। অন্যদের বলি,এই শার্ট টি কেনার আগে আপনাকে গনিত ভালোবাসতে হবে। মুল্যঃshirtcode mod 3
এর পরের শার্ট টি মাইনাচ ফ্যাশন হাউসের। অনুপ্রেরনা ব্লগার চিকনমিয়া। কয়েকটি মাইনাচ তার ব্লগ ভান্ডার থেকে ধার করে টেনে লম্বা করে শার্ট টি নকশা করা।
মুল্যঃডিজায়নার কে ব্লগে মাইনাচ দেয়া চলবে না।
পরবর্তীটা ব্লগার সাইফ শেরিফের জন্য । তার সেই পোস্ট আমার আজ ও মনে পড়ে। কত খাবারের যে বর্ননা!!তাকে দেয়ার মত রসুই ঘর ফ্যাশন হাউসের এই তাজা ছোট মাছ এর ছবিওয়ালা পোশাকের চেয়ে মানানসই আর কি হতে পারে?
পরেরটি লাথিখা হাউসের পক্ষ থেকে রাজাকার গুলার জন্য। মুল্যঃজামা নিয়া দূর হয়ে যান।
পাকিস্তান গিয়া মরেন।
আজ এই দিনে বিশেষ ভাবে স্মরণ করছি ব্লগার নাভানার সিভিল ইঞ্জিনিয়ার ভাই কে। লোল্কুমার ফ্যাশনের এই পোশাকে আপনার ভাংগা হিয়া জোড়া দেয়ার জন্য সুপার গ্লু ও আছে। আমাদের মূলমন্ত্র ঃযেওনা জরিনা।
আসিফ ভাই ইয়ের জন্য কোন ডিজাইন এখনো আসেনি।
উনি ঈদে জামা কেনেন কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত না।
আজ এটুকুই...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।