কথায় আছে ছাল নাই কুত্তার বাঘা নাম, আমাদের জাতীয় ক্রিকেটারদেরও একই অবস্থা।কদাচিৎ বড় দলগুলোর সঙ্গে খেলে পঁচা শামুকে পাঁ কেটে বসে,অর্থাৎ ভাগ্যেজোড়ে জিতে যায় আর অমনি টাইগার,বাঘ নাম দিয়ে বসে কেউ কেউ।আসলে ওরা বেসিক খেলায় এখনও উপযুক্ত নয়।অ,আ বা/ ক,খ দিয়ে ওদের প্রথম থেকে শুরু করানো উচিৎ নইলে দেশের মানুষ ও বনের বাঘগুলো ভীষন লজ্জা পেতে থাকবে। ৫৩/৫.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।