কক্ষভ্রষ্ট আর কতগুলো লাশ প্রয়োজন? পিচাশের দল আর কত মায়ের বুক খালি করবে। আর কতগুলো শিশু পৃথিবীতে আশার আগেই আনাথ হবে? আর কত রক্ত পেলে তাদের ক্ষুধা মিটবে?
আমি আমার বন্ধুকে হারিয়েছি। কিন্তু আমি আমার সব রাগ ঘৃণাকে এই হৃৎপিণ্ডের মধ্যে পুষে নিয়ে বেচে থাকবো। আমি পারবনা যে ঘাতক বাসটি আমার প্রিয় বন্ধুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তা ভেঙ্গে গুড়িয়ে দিতে । যে মানুষগুলি আমার বন্ধুকে মেরে ফেলার পর তার লাশটিকে গুম করে দিতে নর্দমায় ছুড়ে ফেলেছে তাদেরকে কিছু করতে।
আমি কিছুই পারবনা । শুধু পারব মুখবুজে একটার পর একটা অন্যায় দেখে যেতে ।
হ্যা , আমার বন্ধুটি দুদিন আগে বাসের ধাক্কায় মারা গেছে। আমার বন্ধুপত্নি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা । এটা তাদের প্রথম সন্তান।
অনেক সুখের একটা সংসার ছিল তাদের। বন্ধুর বয়স মাত্র ২৯। ভালবেসে বিয়ে করেছিল ওরা ।
দুদিন আগেও যে ভালবাসার মানুষটির কোমল আলিঙ্গনে আরামদায়ক বিছানায় রাত পার করেছে এখন সে ঠাণ্ডা মাটির বিছানায় শুয়ে আছে। ভয় পেলে কেউ ভালবাসায় হাত ধরে বলবেনা আমি পাশে আছি।
চিন্তা কি ।
কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেলো। ঠাণ্ডা বৃষ্টিতে কেউ পাশে নেই ওর । অদ্ভুত এক কষ্ট বুকের মধ্যে টের পাচ্ছি। যা হারিয়েছি তা আর ফিরে পাবোনা ।
তবু মনের গভীরে তুমি থাকবে চিরদিন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।