আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক পথে বিমানের ছোঁয়া

সড়ক দুর্ঘটনা আমাদের দেশে খবরের কাগজের প্রথম পাতার অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনা হলেই আমরা নড়েচড়ে বসি,আমারা ৩২ টি দাঁত দেখিয়ে অনেক কথা বলতে অভ্যস্ত হয়ে পরেছি।কিন্তু আমারা কি কখনও আমাদের পরিবহন গুলোর নিবিড় দৃষ্টিতে তাকিয়েছি ? আসুন একটু তাকিয়ে দেখি ক্ষুদ্র পরিসরে হানিফ পরিবহনের স্লোগান " সড়ক পথে বিমানের ছোঁয়া " টি আর পরিবহনের স্লোগান " সড়ক পথে বিমানের ছোঁয়া " আপাতত এ দুটোর দিকেই তাকিয়ে দেখি একটু ভেবে দেখি এদের পরিবহন আচরণ একটু ভেবে দেখি এদের সড়ক দুর্ঘটনার পরিসংখান ও এদের পথচলা সকলের কাছে আমার প্রশ্ন * " সড়ক পথে বিমানের ছোঁয়া " - এমন কন প্রয়োজনীয়তা আমাদের আছে ? * " সড়ক পথে নিরাপদ নীড় " -এমনটি আমাদের পরিবহন মালিকদের লক্ষ্য হওয়া উচিত নয়? *" সড়ক পথে বিমানের ছোঁয়া "- এমনটির বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত নয় ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।