অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/ আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়,
ও ভাই রে,
ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ।
আমি যেইদিকেতে চাই
দেখে অবাক বনে যাই। ।
আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে।
ও ভাই, অর্থ কোনো খুঁজে নাহি পাই রে।
ভাই রে, ও ভাই রে,
আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়।
দেখ, ভালোজনে রইলো ভাঙা ঘরে
মন্দ যে, সে সিংহাসনে চড়ে। ।
ও ভাই, সোনার ফসল ফলায় যে তার
দুই বেলা জোটে না আহার।
।
হীরার খনির মজুর হয়ে
কানাকড়ি নাই।
ও ভাই, হীরার খনির মজুর হয়ে
কানাকড়ি নাই,
ও তার কানা কড়ি নাই।
ও ভাই রে,
ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ।
কতই রঙ্গ দেখি দুনিয়ায় - হীরক রাজার দেশে।
কতই রঙ্গ দেখি দুনিয়ায় - ব্যান্ডঃ মাদল। এ্যালবামঃ মায়া লাগাইছে।
* সকাল থেকে মন খারাপ ছিলো তারেক মাসুদ আর মিশুক মুনীরের খবরটা শুনে, মেজাজ খিঁচড়ে গেছে সামুতে জেমসবন্ড আর ছাগুব্লগে একটা সাম্প্রদায়িক - এই দুটো জানোয়ারের পোষ্ট দেখে। একটাই ভাবনা, হীরক রাজার কোনো কুলাঙ্গার উত্তরসুরীর রাজত্বে আছি আমরা, আর রাজার সাথে জুটেছে কিছু অমানুষ অমাত্য, মানুষকে ভেঙ টুকরো করা ছাড়া কোনো কাজ নেই তাদের।
এত বিদ্বেষ নিয়ে ওরা ঘুমোয় কিভাবে?! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।