আমাদের কথা খুঁজে নিন

   

সিলেট নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীর রহস্যজনক মৃত্যু

সিলেট, ১৩ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): সিলেট নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম প্রিয়াংকা দে। সে নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স বিভাগের ২য় বর্ষের ছাত্রী ও গাজীপুর জেলার কালিগঞ্জ থানাধীন উলুখলার গৌতমচন্দ্র দে'র মেয়ে। গতকাল শুক্রবার রাত ৯টায় ইনস্টিটিউটের ছাত্রী হোস্টেলে তার মৃত্যু হয়। নার্সিং হোস্টেলের হোম সিস্টার আকলিমা বেগম জানান, প্রিয়াংকা হোস্টেলের ৩য় তলার ২৩ নম্বর রুমে আরো চার ছাত্রীর সাথে থাকত।

শুক্রবার ইফতারের পর অন্যরা টিভি রুমে বসে নাটক দেখছিল। রাত ৯টার দিকে সহপাঠীরা এসে রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করে প্রিয়াংকার সাড়াশব্দ পাননি। বিষয়টি হোস্টেল কর্তৃপক্ষকে জানিয়ে ছাত্রীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানার মধ্যে প্রিয়াংকার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। প্রিয়াংকার রুমের মধ্যে একটি বড় সিরিঞ্জ ও ইনজেকশনের খালি বোতল পাওয়া গেছে। সিলেট নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী জানান, প্রিয়াংকার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর রহস্য উদঘাটন হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.