ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ক্যাথরিন মাসুদ ও দিলারা বেগম জলি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে চিত্রশিল্পী ঢালী আল-মামুনের পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে। তারা সাবাই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার বিকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসা সেবা বিভাগের পরিচালক অধ্যাপক সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাথরিনের অবস্থা গুরুতর নয়। তিনি মাথার এক পাশে আঘাত পেয়েছেন।
তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। আর চিত্রশিল্পী জলি আঘাত পেয়েছেন হাতে।
এই দুর্ঘটনায় তারেক মাসুদের প্রোডাকশন সহকারী সাইদুল ইসলামও আহত হন। তাকেও স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুরে মানিকগঞ্জে ওই সড়ক দুর্ঘটনায় এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক মিশুক মুনীর ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার তারেক মাসুদসহ ৫ জনের মৃত্যু হয়।
তাদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তারা।
তারেকের স্ত্রী ক্যাথরিন, শিল্পী দম্পতি ঢালী ও জলি এবং সাইদুলকে বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের পরিবারের সদস্য, শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন ও রাজনীতিবিদরা তাদের দেখতে হাসপাতালে আসেন।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলী, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্কয়ার হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন এবং তাদের স্বজনদের সমবেদনা জানান।
হাসপাতাল থেকে বেরিয়ে এসে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, "উনাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়।
তবে পাঁজরের হাড় ভেঙে যাওয়ায় ঢালী আল-মামুনের অবস্থা তুলনামূলক বেশি খারাপ। তার ফুসফুসে আঘাত লেগেছে কি না, বা রক্তক্ষণ হচ্ছে কি না- সেটা কাল বোঝা যাবে। "
তথ্যমন্ত্রী বলেন, "প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অনেক মেধাবী প্রাণ ঝরে যাচ্ছে। কাল (রোববার) মন্ত্রিপরিষদের বৈঠক বসবে। সেখানে এ বিষয়ে জরুরি আলোচনা হবে।
"
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, "পুরো দেশবাসী এই ঘটনায় মর্মাহত। প্রতিদিন দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। কিন্তু এর জবাব কেউ দিতে পারছে না। "
যারা রাস্তায় গাড়ি চালাচ্ছে তাদের অনেকেরই বৈধ লাইসেন্স নেই এবং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নিয়ম ঠিকমতো মানা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, "উই আর প্লেইং উইথ দা লাইফস অব দ্য পিপল। "
রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন, মানিকগঞ্জের দুর্ঘটনা থেকে তাদের শিক্ষা নিয়ে সঠিকভাবে চলা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান ও সংগীত শিল্পী শাহিন সামাদ আহত ক্যাথরিন, ঢালি ও জলিকে দেখতে হাসপাতালে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরএ/জেকে/২০১৫ ঘ. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।