আমাদের কথা খুঁজে নিন

   

চিনে নিন সবথেকে বিষাক্ত ৫ গাছ

গাছ আমাদের বন্ধু। কিন্তু কিছু গাছ আছে যা প্রচন্ড বিষাক্ত। যা মানুষের মৃত্যু ঘটাতে পারে মুহুর্তের মধ্যে। চিনে নিন সবথেকে বিষাক্ত ৫টি গাছ। ১।

অলেন্ডার ( Oleander) জগতের সবথেকে বিষাক্ত গাছ। এর থেকে সংগ্রহিত এক ফোটা মধুই মানুষের মৃত্যু ঘটাতে পারে। এর ফুলের প্রতিটি অংশই বিষে ভরা। ২। ওয়াটার হেমলক(Water Hemlock) গাছটির আছে লোমের মত হাজার হাজার আল।

যা মানব দেহে লাগলে যন্ত্রনা শুরু হয়,যা মানুষের মৃত্যু ঘটায়। গাছটি পাওয়া যায় অষ্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ায় বেশী। ৩। রোসারি পী(Rosary Pea) দেখতে সুন্দর,তিন ভাগ লাল আর এক ভাগ কাল রংয়ের বীচিটা অনেক ভয়ন্কর। গাছটির ফলটি জুয়েলারী হিসেবেও ব্যাবহার হয়।

গাছটি ইন্দোনেশিয়ায় বেশী পাওয়া যা্য়। তাছাড়া আমেরিকার অনেক জায়গাতেও পাওয়া যায়। ৪। ডেডলি নাইটশেড(Deadly Nightshade) নামেই বোঝা যায় গাছ সম্পর্কে। এর ফুলটির রস অনেক মিষ্টি ।

মানুষ,খরগোস,ঘোড়ার জন্যই গাছটি বেশী ক্ষতিকর। ৫। দি কাস্টর বীন (The Castor Bean) কাস্টর বীনের রিকিন নামক পদার্থ মনুষের মৃত্যু ঘটাতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।