US স্টুডেন্ট ভিসা- কেন ভিসা deny হয়, আর visa denial এডাবেন যেভাবে
সবার-ই একটা কমন প্রশ্ন থাকে যে আমি এত কষ্ট করে GRE, TOEFL দিয়ে I-20 নিয়ে আসার পর যদি আমেরিকান এম্বাসি আমাকে ভিসা রিজেক্ট করে দেয়, তাহলে কি হবে? সব কষ্ট-ই তো মাটি হয়ে যাবে?
আজ ভিসা রিজেকশান (আমেরিকান এম্বাসির ভাষায় ভিসা ডেনাইয়াল) এর আদ্যোপান্ত বলব।
আমি আমেরিকান সেন্টারের অডিটোরিয়ামে বেশ কয়েকটি ভিসা সেমিনারে ভিসা এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। সেমিনারে আমার সাথে আরো ছিলেনঃ
উইলিয়াম হ্যামাকার (ডাক নাম Bill) – Chief visa officer, U.S. Embassy in Dhaka.
রায়ান ব্রাডেন - Cultural Affairs Officer for Education & Exchanges, U.S. Embassy in Dhaka
সেমিনারে বিলের সাথে আর রায়ানের সাথে কথা বলে একটা তথ্য আমি সবাইকে শতভাগ নিশ্চয়তার সাথে বলব যে আমেরিকান এম্বাসি সব-সময় চায় মেধাবি ছাত্ররা আমেরিকাতে পডতে আসুক।
তারা কখনো-ই এই রকম মনে করে না যে “আজকে যে-ই আসুক আমি তার ভিসা রিজেক্ট করে দিবো” কিংবা “আজ এই নির্দিষ্ট সংখ্যার বেশি স্টুডেন্টকে আমি ভিসা দিবো না”। বিশেষ করে বর্তমানে ভিসা অফিসাররা ভিসা দিতে খুব-ই আগ্রহী।
ভিসা ইন্টারভিউর সময় ভিসা অফিসাররা সব সময় তিনটা তথ্যের নিশ্চয়তা চায়।
1) Must be a bonafide student
2) Must be able to show the fund for his education
3) Must have an intention to back in his home country.
যাইহোক আজ আমি বলব আসলে ওই সেমিনারে আমি এবং অন্যরা আসলে কি বলেন। সেমিনারে যা বলা হয়ঃ-
আমেরিকান স্টুডেন্ট ভিসা কি?
স্টুডেন্ট ভিসা দ্বারা আপনি কি কি করতে পারবেন?
কিভাবে স্টুডেন্ট ভিসার জন্যে অ্যাপ্লাই করবেন?
কি কি কারনে স্টুডেন্ট ভিসা ডিনাই হতে পারে?
কিভাবে আপনি স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যাত হওয়া থেকে সতর্ক থাকবেন?
void(1);
Bangaldeshi student, Mr. Reza, shares his visa interview experince. He received his student visa June 2011.
আমেরিকান স্টুডেন্ট ভিসা কি?
মার্কিন যুক্তরাষ্টের ছাত্র ভিসা কে F-1 Visa বলে। আমেরিকায় আপনি পডালেখা করতে যেতে চাইলে আপনার F-1 Visa থাকতে হবে। F-1 Visa হচ্ছে Non Immigrant Visa, যার অর্থ “the person applying for it has no intent to immigrate to the United States and it is the person’s responsibility to prove this towards the visa officer”
আমেরিকান আইন অনুসারে F-1 Visa দ্বারা স্টুডেন্ট কি কি করতে পারবেন?
1. Students can study and work in the university they have got I-20 For.
2. Students can work on campus in the University for the prescribed number of hours
3. Students can take internship work on CPT/OPT.
4. Students can utilize scholarships awarded to them.
5. Students can bring in their spouse and kids to USA.
6. Students can invite their Parents to USA.
void(1);
Students attend the visa seminar and hear about the visa process from w. Hammaker.
যে সব কারনে US F1 visa deny হতে পারেঃ
ভিসা ইস্যু করা অথবা না করার বিভিন্ন আবেদনকারীর জন্যে বিভিন্ন হয়।
তারপরেও প্রতিটি ভিসা অফিসারের আবশ্যক কিছু অনুসন্ধান তালিকা রয়েছে। যদি তা পূরণ হয় তাহলে তিনি ভিসা ইস্যু করবেন তাছাডা নয়। উদাহরনস্বরুপ, কোন আবেদনকারী পডা লেখা শেষ করে কেন বাংলাদেশে ফিরে আসবেন এই প্রশ্নের উত্তরে যদি কোন বাস্তব সম্মত উত্তর না দিয়ে যদি শুধু ভারি কিছু শব্দ ব্যাবহার অথাবা গতানুগতিক কথা বলেন তাহলে ভিসা অফিসার খুব সহজে ভিসা দিতে সম্মত হবেন না।
For instance, take the requirement of showing that you will return to Bangladesh. If you provide unambiguous pragmatic evidence pointing to reasons for return, he will have no reason not to grant a visa. US Visa Official Quote: "Give a rational, objective reason that even a banker would believe". If, on the other hand, you only play with words and have nothing substantial to show, it looks like a subjective decision, since it is based upon subjective evidence.
প্রয়জনীয় কাগজ বা নথি শুধু আপনার আংশিক কাজ সম্পন্ন করবে, আবেদনকারী কি বলেন আর কিভাবে বলেন তা বেশ গুরুত্বপুর্ন এবং আপনার ভিসা প্রাপ্তিতে পূর্ন সহায়তা করবে।
US Embassy Visa officials know that documents in Bangladesh can be easily forged. So what is on paper is not enough. What you say, how you say it, matters a lot. Sometimes it can even make up for inadequate documentation. US Visa Official Quote: "Some people complain that we did not see their documents. Remember, if we go through your documents when you are standing there, then that is a negative sign. It means we don't believe you and are checking the documents for proof or for grounds to reject you. So not seeing your documents in front of you is a good thing for you."
1. আবেদনকারীর যদি প্রয়জনীয় Test Score (যেমন GRE, TOEFL, IELTS, SAT) না থাকে কিংবা Test Score এর ফলাফল সন্তোষজনক না হয় তাহলে ভিসা আবেদন বাতিলের সম্ভাবনা থাকে।
2. আবেদনকারী যে সত্যি-ই আমেরিকা তে পডা-লেখা করতে যাচ্ছেন, এই সম্পর্কে ভিসা অফিসারের মনে কোন সন্দেহের উদ্রেক হলে ভিসা আবেদন বাতিলের সম্ভাবনা থাকে।
3. আবেদনকারীর যদি টিউশান ফিস, থাকা-খাওয়া এবং অন্যান্য ব্যায়ভার বহনে যথাযথ আর্থিক সক্ষমতা না থাকলে ভিসা আবেদন বাতিলের সম্ভাবনা থাকে।
4. আবেদনকারী তার শিক্ষা কাল শেষ করার পর যদি নিজ দেশে ফিরে আসার সম্ভবনা না থাকে, কিংবা ভিসা অফিসারের কাছে যদি মনে হয় যে তিনি আমেরিকায় অভিবাসী হওয়ার জন্যে যাচ্ছেন তাহলে ভিসা আবেদন বাতিলের সম্ভাবনা থাকে।
5. আবেদনকারীর নিজ দেশে দৃঢ পারিবারিক, আর্থিক, সামাজিক বন্ধন , ( Strong Family, Social, Economic ties) না থাকলে ভিসা আবেদন বাতিলের সম্ভাবনা থাকে।
6. ভিসা অফিসারকে কোন অসত্য তথ্য প্রদান করলে ভিসা আবেদন বাতিলের সম্ভাবনা থাকে।
7. DS-160 ফর্মে (ভিসা আপয়েন্টমেন্ট নেয়ার পুর্বে পুরনকৃত ফর্ম) কোন প্রকার অসত্য কিংবা ভুল তথ্য প্রদান করলে ভিসা আবেদন বাতিলের সম্ভাবনা থাকে।
8. আবেদনকারী যে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তার কোন প্রকার আক্রেডিয়াশান না থাকলে ভিসা আবেদন বাতিলের সম্ভাবনা থাকে।
9. আবেদনকারী যে বিষয়ে শিক্ষা গ্রহন করতে যাচ্ছেন সে বিষয়ে কিংবা তার প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আবেদনকারীর যথা-যথা ধারনা না থাকলে ভিসা আবেদন বাতিলের সম্ভাবনা থাকে।
10. আবেদনকারীর পুর্ববর্তি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক না হলে ভিসা আবেদন বাতিলের সম্ভাবনা থাকে।
11. আবেদনকারী পোষাক-পরিচ্ছদ মার্জিত না হলে ভিসা আবেদন বাতিলের সম্ভাবনা থাকে।
12. অধিকাংশ ভিসা আবেদন প্রত্যাখ্যান হওয়ার কারন Section 221(g) of US Immigration and Nationality Act. যার মুল কারন হচ্ছে কোন প্রয়জনীয় নথি অনুপস্থিত অথবা দূতাবাসের কোনো অতিরিক্ত তথ্য প্রয়োজন হয়েছে।
13. আবেদনকারী যদি Section 214(b) of US Immigration and Nationality Act অনুযায়ী প্রত্যাখ্যাত হয়, তার কারন এই যে, তিনি কনস্যুলার অফিসারকে তার পর্যাপ্ত শক্তিশালী ও দীর্ঘমেয়াদী পরিবারিক, সামাজিক, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অর্থনৈতিক সুসম্পর্ক প্রদর্শন করতে সক্ষম হননি।
যে ভাবে F1 visa denial এডানো যাবেঃ
1. ভিসা সাক্ষাৎকারের সময় প্রয়জনীয় সকল প্রকার কাগজ-পত্র প্রদান করবেন
2. আবেদনকারী প্রয়জনীয় Test Score (যেমন GRE, TOEFL, IELTS, SAT) এর ফলাফল পত্র ভিসা অফিসারকে দেখাবেন।
3. আবেদনকারী যে সত্যি-ই আমেরিকা তে পডা-লেখা করতে যাচ্ছেন, এই সম্পর্কে ভিসা অফিসারের সকল প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করবেন।
4. আবেদনকারী তার টিউশান ফিস, থাকা-খাওয়া এবং অন্যান্য ব্যায়ভার বহনে যথাযথ আর্থিক সক্ষমতার প্রমান প্রদানে প্রয়জনীয় কাগজ-পত্র প্রদান করবেন।
5. মার্কিন যুক্তরাষ্টে অর্জিত ডিগ্রী আবেদনকারীর কিভাবে ভবিষ্যত গঠনে ভুমিকা রাখবে তা সম্পর্কে পরিপূর্ন ধারনা থাকতে হবে।
6. আবেদনকারী তার শিক্ষা সম্পন্ন হওয়ার পর দেশে ফিরে কি করবেন এবং নিজ দেশে আবেদনকারীর দৃঢ পারিবারিক বন্ধন, আর্থিক বন্ধন, সামাজিক বন্ধন সম্পর্কে ভিসা অফিসার কে অবহিত করবেন।
7. ভিসা সাক্ষাৎকারের সময়ে এবং সকল আবেদনপত্রে সত্য এবং সঠিক তথ্য প্রদান করবেন
8. আবেদনকারী যে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন সেই বিশ্ববিদ্যালয় সম্মপর্কে সম্যক ধারনা থাকা আবশ্যক।
9. আবেদনকারী যে বিষয়ে শিক্ষা গ্রহন করতে যাচ্ছেন সে বিষয়ের প্রয়োগ ক্ষেত্র এবং নিজ দেশে সেই অর্জিত শিক্ষার প্রয়োগ সম্পর্কে যথাযথ ধারনা রাখবেন।
10. ভিসা অফিসার কি বলছেন তা মনোযোগ দিয়ে শুনুন।
তার কোন প্রশ্ন না বুঝলে তাকে পুনরায় বলার জন্যে অনুরোধ করুন।
11. ভিসা অফিসারের সাথে সর্বদা সত্য কথা বলুন, মনে রাখবেন অসত্য তথ্য কিংবা প্রতারনা আপনাকে মার্কিন ভিসা থেকে চিরতরে বাতিল করে দিতে পারে।
12. অবশ্য-ই মার্জিত এবং ফরমাল ড্রেস পরবেন (মহিলা আবেদনকারীর ক্ষেত্রে মাত্রাতিরিক্ত জাকজমক পরিহার করা-ই শ্রেয়)
13. ভিসা অফিসারের সাথে হাসিমুখে কথা বলুন এবং সর্বদা আত্নবিশ্বাসী থাকুন।
মার্কিন যুক্তরাষ্টে উচ্চ শিক্ষার জন্যে আবেদন পক্রিয়া সহ F1 ভিসা সম্পর্কিত যেকোন তথ্যের জন্য যুক্তরাষ্ট দুতাবাসের “আমেরিকান সেন্টার” এর সাথে যোগাযোগ করুন। “আমেরিকান সেন্টার” হতে কোন প্রকার মুল্য ছাডা আপনি ভিসা আবেদন এবং বিশ্ববিদ্যালয়ে আবেদন সম্পর্কিত সঠিক এবং সর্বশেষ তথ্য পাবেন।
আমেরিকান সেন্টারের ঠিকানা হচ্ছেঃ
US embassy Annex
J Block, Progoti sharani, Baridhara, Dhaka-1212
Phone: (880) (2) 8855500 Ext. 2832
Fax: (880) (2) 9881677
Email:
Website: http://dhaka.usembassy.gov/advising.html
http://www.educationusa.state.gov
Hours: Sunday - Thursday 10:00am-4:30pm (except holidays)
পুনশ্চঃ ভিসা সেমিনারের নিউজ কাভারেজের একটা লিঙ্ক দিলাম, আশা করি উপকারে লাগবে।
Click This Link
এহতেশাম রেজা
PhD student (Industrial Pharmacy), New York, USA
http://www.facebook.com/pharmreza
USA তে উচ্চ-শিক্ষা সম্পর্কে আরো জানতে চাইলে নিচের ব্লগ টি দেখতে পারেন। অনেক গুলা প্রয়জনীয় পোস্ট একসাথে পেয়ে যাবেন।
http://www.pharmreza.blogspot.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।