আমাদের কথা খুঁজে নিন

   

জি আর দিলাম এখন টোফেল নিয়ে ঝামেলাই আছি।। প্লিজ হেল্প।।

গত মাসে জি আর ই দিয়েছি স্কোর মাশাল্লা ভালি এসেছে ১৪১০। এখন টোফেল দেওয়ার পালা কিন্তু কিভাবে শুরু করবো বুজতে পারছি না।বন্ধুর পরামর্শে নিলখেত থেকে barrons ets kaplan সিডি কিনলাম কিন্তু প্রবেলম হল যখন লিসেনিং শুনি তখন অনেক কিছুই বুজিনা । সাব টাইটেল থাকলে ভাল হতো। আসলেই কি barrons, ets, kaplan এর সাবটাইটেল পাওয়া যায়? থাকলে আমাকে দিন। তাছাড়া রাইটিং, স্পিকিং ভাল স্কোর করতে হলে কি করতে হবে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।