আমাদের কথা খুঁজে নিন

   

শেখ মুজিবুর রহমান আর জুলফিকার আলী ভুট্টোর অন্তরঙ্গ ছবি মুজিব কিভাবে এত দ্রুত ভুইলা গেল?

ড. জেকিল এন্ড মিঃ হাইড আজকে পুত্তম আলুতে এই ছবিগুলো দেইখা পুরাই টাস্কি! আমাদের জাতির পিতা, শতাব্দীর সেরা সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জুলফিকার আলী ভুট্টোর সাথে সেইরাম কুলাকুলি, মাখামাখির ছবি। ছবিগুলা ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ইসলামি রাষ্ট্রগুলোর সম্মেলনে এক জাপনী ফটোগ্রাফার জাপানের নেতৃস্থানীয় ফটোসাংবাদিক রিকিও ইমাজোর তোলা। পাকিগো আমাদের দেশরে স্বীকৃতি দিবার কইছে কে? চাইছে কেডা? ছবিতে দেহেন, আহা!! তা পাইয়া মুজিব বেটা, চামচামি মার্কা কি পিতলা খুশি!!! ক্যামনে মুজিব ৩ বছরে মধ্যেই ৩০ লক্ষ শহীদের রক্তে রাঙ্গানো খুনি জুলফিকার আলী ভুট্টোর পাপ ভুইলা এমনে লদকালদকি করছিল? (বিশেষ দ্রষ্টব্য: যাহারা ধর্মের চাইতে মুজিবানুভুতিতে আঘাত বেশি অনুভব করিয়া থাকেন, তাহারা প্রিয় ফত্রিকা পুত্তম আলুকে "ছাগু" টাইটেল দিয়া আইসেন। আমারে কিছু বলার নাই!!)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।