কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম এক ভারতীয় শুকরের নিচের মন্তব্যটি পড়লেই তার পক্ষে যুক্তি খুঁজে পাবেন- দুজনকে ভারতীয় খাসিয়ারাই গুলি করে মেরেছে তার প্রমান কি ? সীমান্তে তারা পাথর ভাঙতে আসবে এটা ভারতীয়রা আগের থেকেই জেনে বসে আছে নাকি ? আর শুধু বাংলাদেশিদের গুলি করে মারার জন্যই ভারতীয়রা অপেক্ষয় থাকে ? আর খেয়েদেয়ে কাজ নেই ? সকাল হইতেই ভারতীয়রা সীমান্তে আইসা বইসা থাকে বাংলাদেশি মারব বলে ? বাংলাদেশের লোকেরাই মেরেছে । সীমান্তে বাংলাদেশের একটা একটা ছাগল মারা গেলেও ভারতের দোষ দেয়া হয় । ভারত বিরোধিতা বাংলাদেশের জনগণের জীবনযাত্রার অঙ্গ । আর বি এস এফ অতো কাচা কাজ করেনা যে অন্যকে দিয়ে মারাবে মারার হলে ওপেন মারবে ওপেন । সীমানা পার করতে চাইলে কি বি এস এফ বলবে আসুন বসুন আমাদের দেশে বিনা অনুমুতিতে ঢুকুন । গুলি করবে গুলি । প্রতিদেশে এতাই নিয়ম । বিস্তারিত এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।