আমাদের কথা খুঁজে নিন

   

দ্য ইকোনমিস্টের নতুন প্রতিবেদন ‘বাংলাদেশের বিষাক্ত রাজনীতি’।

ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী সাপ্তাহিক দ্য ইকোনোমিস্ট আবারও বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের শিরোনাম ‘দ্য পয়জনাস পলিটিক্স অব বাংলাদেশ: রিভারশন টু টাইপ’। প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতির কঠোর সমালোচনা করা হলেও দেশের অর্থনীতি নিয়ে ইতিবাচক মন্তব্য করা হয়েছে। বলা হয়েছে, আগের যেকোনো সময়ের চেয়ে এখন দেশটির অর্থনীতির চাকা সচল রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজনীতি এখনো ব্যক্তি-পর্যায়ে এবং বিষাক্ত আকারে রয়ে গেছে।

বিষাক্ত রাজনীতির কথা বলতে গিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৮ সালে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দলটি বিশাল বিজয় অর্জন করে। এতে জাতি আশার আলো দেখেছিল। কিন্তু মানুষের আশা ভঙ্গ হয় অচিরেই। কারণ দলটি তার প্রধান প্রতিপক্ষ বিএনপির প্রতি বিরূপ আচরণ করতে থাকে। এই সপ্তাহে বিএনপির চেয়ারপারসন ও দেশটির বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে।

খালেদা জিয়ার নির্বাসিত ছেলে তারেক রহমানের বিরুদ্ধেও জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খালেদা জিয়াও একটি দুর্নীতিগ্রস্ত সরকারের নেতৃত্ব দিয়েছেন। সে সময় শেখ হাসিনার নামে ১৩টি মামলা করা হয়েছিল। এই দুই পরিবার ক্ষমতায় এলে একে-অপরের প্রতি প্রতিহিংসায় লিপ্ত থাকে। এর আগে বাংলাদেশ সম্পর্কে ছাপানো একটি প্রতিবেদনের রেশ কাটতে না কাটতে এ প্রতিবেদন ছাপানো হলো।

সুত্র প্রথম আলো .। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।