আমাদের কথা খুঁজে নিন

   

।। পার্শ্ব-সড়ক যেথায় এসে থামে ।।

বাঙলা কবিতা ।। পার্শ্ব-সড়ক যেথায় এসে থামে ।। (Where The Sidewalk Ends by Shel Silverstein) রাজপথটি যেথায় শুরু, তার কিছুটা আগে, পার্শ্ব-সড়ক দৌড়ে এসে থামে; সেইখানে ঘাস গজিয়ে ওঠে নরম এবং শাদা, রোদ সেখানে জ্বলতে জ্বলতে রক্তবর্ণ ধাঁধা, চন্দ্রপাখি সেথায় এসে জিরিয়ে নেয় আধা, পিপারমেন্টের মত ঠাণ্ডা বাতাস সেথায় নামে। চলো, এটা ছাড়িয়ে যাই বইছে কালো ধোঁয়া, কালো সড়ক উড়িয়ে ধুলা নিচ্ছে অন্য বাঁক। পিচের বাগান, শিলাজতু ফোটায় যেথায় ফুল ছাড়িয়ে মোরা হাঁটবো ধীরে, মাপা ও মশগুল; দেখবো, শাদা তীরের গতি কোথায় ফুটায় হুল পার্শ্ব-সড়ক যেথায় এসে থেমেছে ঠিকঠাক। হ্যাঁ, আমরা হাঁটবো ধীরে, মাপা ও মশগুল, এবং যাবো শাদা তীরের ফুটলো যেথায় হুল সেই শিশুদের জন্য, যারা লক্ষ্য করে, এবং যাদের চুল জেনে গেছে, পার্শ্ব-সড়ক কোথায় এসে থামে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।