আমার ব্যক্তিগত ব্লগ আত্নীয় স্বজন, বন্ধু, প্রতিবেশি তো কম নেই। সবাই কে কোন না কোন সময় হয়তো খাইয়েছি। এখন প্রতিদিন কারো না কারো কাছ থেকে দাওয়াত পেলে কেমন হতো?
আসলে রোজ রোজ ইফতারী বানাতে ইচ্ছা করছে না। আবার মজার মজার খেতে খুব ইচ্ছা করে। তাও আবার ঘরে তৈরি ভাল খাবার।
যারা কোন না কোন সময় খাওয়ানোর কথা বলেছে, তারা সবাই একেক দিন যদি দাওয়াত দেয় তো রোজই মজার ইফতারী খেতে পারি। বাড়িতে নিয়ে যাওয়ার দরকার নেই। বাসায় দিয়ে গেলেই চলবে ।
খুব ছোট বেলায় আম্মাকে দেখতাম একেক দিন একেক বাসায় ইফতার প্লেটে সাজিয়ে পাঠিয়ে দিতেন। আবার আমাদের বাসায়ও আসত।
এবার বাড়ির লোকের কাছ থেকে দাওয়াতও খেয়েছি। প্রথমে শেখা (আমার ছোট বোন,ও প্রায় রোজই কিছুনা কিছু পাঠায়), তারপর আম্মা, এরপর আব্বা খাওয়ালেন। আজ বড়পা খাওয়াবে। আমিও একদিন খাইয়েছি সবাইকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।