আমাদের কথা খুঁজে নিন

   

যারা স্বামী... ..তারা একটু ভাববেন কি?

নিজেকে নিয়ে ভাবছি স্বামী-স্ত্রী মিলেই সংসার। এখানে দুজনের দু রকম দ্বায়িত্ব। তবে স্ত্রীর উপর স্বামীর প্রভাব টা একটু বেশি। স্ত্রীর মন মানসিকতাকে শ্রদ্ধার সাথেই ভালোর দিকে প্রভাবিত করার অধিকার স্বামীর ই বেশি । স্ত্রী একান্তই স্বামীর। আবার স্বামী একান্তই স্ত্রীর তাই একটু ভাবতে বলি.। যে সকল স্বামী তাদের স্ত্রীকে হিজাব পালনে বাধা দিচ্ছেন বা উৎসাহিত করছেন না বা প্রভাবিত করছেন না তারা কি তাদের স্ত্রীকে অন্যের জন্য লালসার কারন হিসাবে উপস্থাপনের সুযোগ তৈরীতে ইন্ডাইরেক্টলী ভূমিকা রাখছেন না? তাই আসুন এই বিষয়টা একটু ভাবি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।