আমাদের কথা খুঁজে নিন

   

এত মাযহাবের জন্য কি হাদীস প্রনেতারা দায়ী ?

ছোট্ট একটি প্রশ্ন করি। এক আল্লাহ্, এক রাসুল, এক কিবলা, এক ধর্ম; তবে হাদীস প্রনেতা পৃথিবীতে এত কেন? আসলেকি আল্লাহ এই সকল মানুষগুলিকে হাদীস সংগ্রহের দায়ীত্ব দিয়েছিলেন? হাদীস সংগ্রহের দায়ীত্ব যদি আল্লাহ্ কাউকে দিতেন তাহলে একজন কে দিতে পাতেন; তাহলে পৃথিবীতে এত মাযহাব হত না। এত ফিরকাহ বা মাযহাবের জন্য কি হাদীস প্রনেতারা দায়ী, নাকি আমরা কিংবা আল্লাহ্ , কোনটা কে আপনি দায়ী মনে করেন? আমরা যে সব হাদীস গুলি পড়ি এই কথা গুলি কমবেশী প্রায় সব গুলো কোরআনে আছে। আবার দেখুন অনেক কিছু হাদীসে আছে যা কোরআনে নাই, সেই কারনে কোরআন কে কি আপনি অপূর্ণাঙ্গ কিতাব বলবেন? আল্লাহ্ বলছে কোরআনে সব আছে, যদি কোরআনে সব থেকে থাকে তবে হাদীস থেকে আমার কি নেয়ার আছে? হাদীস ছাড়া কোরআন কি পূর্ণাঙ্গ কিতাব। যদি হাদীস নিতে'ই হয় তাহলে কোরআন এর পূর্ণাঙ্গতা কতটা যৌতিক?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।