আমাদের কথা খুঁজে নিন

   

এক দুঃস্বপ্ন

কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন © কুকুর কুকুরকে কামড়ায়, কোনো প্রতিহিংসায় নয়, শুধু ক্ষুধা নিবারণের তাগিদে-জটর জ্বালায় খাবারের কর্তৃত্বে। ঠিক তেমনি শকুন আরেক শকুনকে কামড়ায়। কিন্তু এখানে মানুষ মানুষকে মেরে ফেলে শুধু- আক্রোশে আর প্রতিহিংসায়। অধিকার আদায়ে কোথাওবা আগুন জ্বলে, বুকের ভিতরের রক্তাক্ত লোহিত কণা ,বারুদ হয়ে যায়- সমাজ বদলের লড়াইয়ে কোনো যুবক আত্মাহুতি দেয়- কিন্তু এখানে শুধু ব্যক্তিগত ইমেজ প্রতিষ্ঠায় রাজপথ অবরোধ হয়- বাসে আগুন জ্বলে। বিরোধ প্রশমিত হয়,শ্রেণী বৈষম্য দূর হয়, বুদ্ধিজীবীর ভাষা সব এক হয়ে যায় শিক্ষক -ছাত্র এক রাজপথে সোচ্চায় হয় শুধু দেশপ্রেমের টানে, কিন্তু এখানে স্বীয় স্বার্থে দেশপ্রেম অন্ধকারেই বিক্রি হয়ে যায়। বুদ্ধিজীবীর মাথা আলাদা হয়ে যায় বিবেকবোধ থেকে। এখানে মানুষের মৌলিক অধিকার-রাজনৈতিক জোঁক যেন রক্ত চুষে খায়। এখানে স্বাধীনতার রুপ বারবার দ্বিখন্ডিত হয়, এক ইতিহাস বারবার বদলে যায়, বইয়ের পাতায়- এখানে দেশপ্রেমিকের প্রতি ভালোবাসা জোর করে চাপিয়ে দেয়া হয়। এ কেমন স্বাধীনতা যেখানে স্বপ্ন সব দুঃস্বপ্নই থেকে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।