কবিতা জিনিসটা আমার সাথে কখনও যায় নাই । কিন্তু হঠাত গতকাল সেহেরীতে ২/৪লাইন কোবতে বের হয়ে গেল । পাছে ভুলে যাই এই ভয়ে দ্রুত কাগজ-কলম নিয়ে টুকে রাখলাম আপিসে এসেই মেরে দিলাম এইখানে আওয়ামীগাঁথা বাপের দেয়া নাম তার ফারুক খান জনগণরে কয় 'কম খান' ছিল কর্নেল সেনাবাহিনীর ঘাঁটিতে বুদ্ধি কিন্তু থাকে তার হাটুর বাটিতে আপুমনি কয় দেশে নাই কোন আদিবাসী ভাবটা এমন সবই তার ভাষাভাষী মাল মুহিত কয় একদিন কম যাও বাজারে জনগন কয় - খাইতে চাইছিলাম ১০টাকার চাল আহারে...আহারে এইদিন দিন না আরও দিন আছে আগামীবার ভইরা দিবে ভোট নৌকার পিছে ©ফেরারী...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।