আমাদের কথা খুঁজে নিন

   

যখন প্রয়োজন ফুরিয়ে যাবে

যখন প্রয়োজন ফুরিয়ে যাবে- আপনজনও দূরে রবে কাছে পাবেনা যখন হাত বাড়াবে আশার বাণী শুনবেনা চোখের পানি দেখে কেউ কাদবেনা যখন প্রয়োজন ফুরিয়ে যাবে- চলবে একাকি,পাশে কেউ থাকবে না অনুসরণ করবে না, উৎসাহিত করবেনা কারো স্বপ্ন জাগবে না,হৃদয় দিয়ে ভালবাসবেনা ঢাকলে ছুটে আসবেনা, হাসিমুখে গ্রহণ করবেনা যখন প্রয়োজন ফুরিয়ে যাবে- সাক্ষাতে বিরক্তি, আলোচনায় তিক্ততা উদারতায় সন্দেহ,ভদ্রতায় করুণা আন্তরিকতায় নিরসতা, আবেগহীনতা, থাকবেনা প্রাণোচ্ছলতা প্রাণচাঞ্চল্যতো দূরাশা, সরবতা দূরাকাক্ষা যখন প্রয়োজন ফুরিয়ে যাবে- থাকবেনা নিমল হাসি,স্বতস্ফূত অভ্যথনা চলবেনা মান অভিমানের খেলা থাকবেনা সমবেদনা, সারল্য আর হৃদ্যতা অস্বাভাবিক আচরণ, নতুন রুপ মুখোশ পড়ে ডাকলেও থাকবেনা সাড়া কিংবা প্রশ্নের প্রতিউত্তর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।