আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা-ময়মনসিংহ বাস চলাচল বন্ধ

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক মেরামতের দাবিতে ১২টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। মহাসড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতা ও গর্ত সৃষ্টি হওয়ায় 'চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত' মহাখালী বাস টার্মিনাল থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন তারা। অবশ্য গাজীপুর-চৌরাস্তা থেকে বুধবার দুপুরেও উত্তরাঞ্চলের কয়েকটি রুটে সীমিত সংখ্যক বাস চলাচল করতে দেখা গেছে। মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বিশেষ করে গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস, সাইনবোর্ড, বাসন সড়ক, মালেকের বাড়ি, উল্কা সিনেমা হলের পশ্চিম পাশের এলাকা এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় সড়কের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। "পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই মহাসড়কে হাঁটু পানি জমে যায়। পিচ উঠে যাওয়ায় রাস্তায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই রাস্তায় আমাদের ৭০০ গাড়ি চলে। ইঞ্জিনে পানি ঢুকে গত কয়েকদিনে কমপক্ষে ২০টি বাসের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে।

সংস্কার না হওয়া পর্যন্ত এই সড়কে যান চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। " মো. আবুল কালাম বলেন, "এ অবস্থায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। " এক প্রশ্নের জবাবে তিনি বলেন "এটা ধর্মঘট নয়। সড়কের পরিস্থিতির কারণে আমরা বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।

" মহাখালী থেকে গাজীপুর-চৌরাস্তা হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চল ও বৃহত্তর ময়মনসিংহের ১২টি রুটে বাস চলাচল করে বলে পরিবহন মালিকরা জানান। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি গাজীপুর শাখার সাধারণ সম্পাদক কামরুল আহসান রাসেল সরকার জানান, গত জুলাই মাসে এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও যোগাযোগ মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। "কর্তৃপক্ষ শিগগিরই এ সড়ক সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ না নেওয়ায় বাস মালিকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। " সড়ক মেরামতের আহ্বান বিজিএমইএর গাজীপুর, আশুলিয়া ও কোনাবাড়ি এলাকায় সড়ক ব্যবস্থা ভেঙে পড়ায় ওই এলাকার পোশাক শিল্প-কারখানাগুলোর স্বার্থে ঢাকা-আব্দুল্ল¬াহপুর-বাইপাইল-টাঙ্গাইল সড়ক মেরামতের আহ্বান জানিয়েছে পোশাক তৈরি ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। বুধবার বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মো. সফিউল ইসলাম (মহিউদ্দিন) বলেন, টঙ্গী-গাজীপুর মহাসড়কে আগে থেকেই ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে।

গত তিন দিনের বৃষ্টিতে পানি জমে যাওয়ায় এ সড়কে যান চলাচল অত্যন্ত ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে ওই এলাকার বেশ কিছু পোশাক কারখানা নির্ধারিত সময়ে তৈরি পোশাক জাহাজীকরণে ব্যর্থ হয়েছে। অন্যদিকে বিশ্বরোডের প্রবেশ মুখে সড়কের অবস্থা নাজুক হওয়ায় ট্রাক ও কভার্ড ভ্যান প্রবেশ করতে পারছে না। ফলে শত শত গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। চলমান পরিস্থিতিকে পোশাক শিল্পের জন্য 'বিপর্যয়কর' উল্লেখ করে ঢাকা-আব্দুল¬াহপুর-বাইপাইল-টাঙ্গাইল সড়ক দ্রুত সংস্কারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, গাজীপুরে মোট ৯১২টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা রয়েছে, যেখানে ১০ লাখেরও বেশি শ্রমিক কাজ করেন। প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা হয় এসব প্রতিষ্ঠান থেকে। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।