আমাদের কথা খুঁজে নিন

   

কান দিয়ে দেখা! স্বপ্ন, বাস্তব নাকি কল্পনা?

কামনায় পৃথিবীর সকল সুন্দর দুচোখ মেলে দেখতে চাই সকলের অন্তর। দারুন একটা খবর আপনাদের সাথে শেয়ার করছি। 'যুক্তরাষ্ট্রের গবেষকরা সম্প্রতি জানিয়েছেন, চোখের দৃষ্টিশক্তি না থাকলে কান দিয়েও দেখা সম্ভব। গবেষকরা এমনই একটি ডিভাইস তৈরি করেছেন, যা চোখের দৃষ্টিকেই কানের মাধ্যমে দেখিয়ে দেবে। ‘ভয়েস’ নামের এ ডিভাইসটি তৈরি করেছেন আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষকরা।

প্রতিষ্ঠানটির ১১৯তম বার্ষিক সভায় এ উদ্ভাবনটি বিষয়ে জানানো হয়েছে। গবেষকরা জানিয়েছেন, কোনো জিনিস চোখে না দেখলেও সে বিষয়ে পুরো ধারণা দেবে ভয়েস। দৃশ্যমান বস্তুগুলোর বর্ণনা কানে শোনাবে এবং দৃষ্টিপ্রতিবন্ধীর জন্য কোনো বিষয়ে ধারণা দেবে। গবেষক মাইকেল প্রোলাক্স জানিয়েছেন, আমরা ভাবি শুধু চোখের মাধ্যমেই কোনো বিষয় দেখা যায়। আসলে দেখার অনুভূতিটা সৃষ্টি হয় মস্তিষ্কে।

তাই চোখে দেখার অনুভূতি নষ্ট হলেও অন্য কোনো ইন্দ্রিয়ের সাহায্যে সেটি মস্তিষ্কে পৌঁছে দেওয়া সম্ভব। গবেষকরা জানিয়েছেন, ‘ভয়েস’ ডিভাইসটি দীর্ঘদিন ব্যবহারে অভ্যস্ত হয়ে গেলে চোখের দেখাটাই কান দিয়ে দেখা যাবে। ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস। ' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।