আমাদের কথা খুঁজে নিন

   

টক শো'র সঞ্চালক-আলোচককে হাইকোর্টে তলব

একুশে টেলিভিশনের টক শো 'একুশের রাত' এ আদালত নিয়ে 'অবমাননাকর' মন্তব্য করায় অনুষ্ঠানের দুজন আলোচক ও সঞ্চালককে তলব করেছে হাইকোর্ট। আলোচকদ্বয় হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান ও বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন। সঞ্চালক হলে অঞ্জন রায়। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে তাদের তলবের আদেশ দেয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, একুশের রাতে বিচারকদের সম্পর্কে কটূক্তি করা হয়েছে। মুফতি আমিনীর মামলার শুনানি নিয়ে বলা হয়েছে, বিচারপতিরা নদীর রচনা লিখতে গিয়ে গরুর রচনা লিখে ফেলেছেন। তিন জনকে ১৮ অগাস্ট আদালতে হাজির হয়ে তাদের মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।