আজ একটা গল্প শুনাব। ঠিক যেন শেষ বিকাল এর মত ঢাকা শহর এর একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর ছাত্র আমি। মীটিং মিছিল কি টা শুধু টিভি তে দেখসি। হাসিনা খালেদা জিয়া এমন মহান সব মানুষদের সামনা সামনি দেখার সৌভাগ্য আমার বাপ জন্মে ও হয় নাই। কোন রাজনৈতিক দলের সদস্য না হওয়াই আমি নিজেকে নিচু মনের মানুষ বলে ভাবছি।
দেশ দশের সেবাই নিজেকে অন্যদের মত বিলিয়ে দিতে পারি নি। এ নিয়ে বন্ধু মহল এ আমি হেয়। আমার বাপ দাদা চোদ্দ গুষ্টিতে পরিচিত পুলিশ এ চাকরি করে এমন কেও নেই। এমন মুহূর্তে আমি বাড়ি থেকে বের হতে ও ভীষণ ভয় পাছি। যদি আমাকে কেও ডাকাত মনে করে মারে।
আমি কি করব। আছা ডাকাত দেখতে কেমন হই। ওদের কি ৩ টা হাত আর ২ টা মাথা। কোন গুদাম এর চাল খাই। রিকশা দিয়ে যাওয়ার সময় ট্রাক এর পিছনে লেখা দেখি “আমি ছোট আমাকে মারবেন না”।
আমি ও কি আমার গলাই সাইনবোর্ড ঝোলাব “আমি ডাকাত নয়। আমাকে মারবেন না। ” এ হল আমি আর আমার দেশ।
আমার সবচেয়ে পছন্দের উক্তি কি জানেন “একটা দেশ মানে এমতা দেশ নয়। একটা দেশ বলতে একটা দেশের মানুষ কে বুঝাই।
” আচ্ছা আমি কি এই দেশের মানুষ। যে দেশ এ আমার মত স্টুডেন্ট ডাকাত এর কলঙ্ক নিয়ে মারা যাই।
ভাই কলঙ্ক না হয় বাদ দিলাম টা গণপিটুনি খাইয়া ভাই মরতে পারুম না। ব্লগার যারা আছেন তারা আমারে একটু হেল্পান। কি করুম।
আমার মরতে সমস্যা নাই। জন্মাইসি যখন মরুম সেইটা সমস্যা নাই। কিন্তু এমন করে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।